Ajker Patrika

ঝুঁকিপূর্ণ ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৩: ০১
ঝুঁকিপূর্ণ ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

ভূমি জটিলতার কারণে চট্টগ্রামের চন্দনাইশের বরকল, জোয়ারা ও কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ হয়নি। বর্তমানে বরকল ও জোয়ারা ইউপি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে।

এতে সেবা নিতে এসে ঝুঁকিতে থাকতে হয় জনগণকে।

সরেজমিন দেখা গেছে, জোয়ারা ইউনিয়ন পরিষদ ভবনের ছাদের আস্তরণ ভেঙে পড়ছে। দেয়াল ফেটে পরগাছা হয়েছে।

জোয়ারা ইউনিয়নের আবদুল মোমিন বলেন, দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের নিজস্ব ভূমি ও কমপ্লেক্সে ভবন না থাকায় জনসাধারণকে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। জরাজীর্ণ ইউপি থেকে অনেক দূরে বাদামতলস্থ অস্থায়ী কার্যালয়ে গিয়ে সাধারণ মানুষকে সেবা নিতে হচ্ছে। খুব দ্রুত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন করে পরিষদের কার্যক্রম পরিচালনা করা দরকার। এতে সাধারণ মানুষ উপকৃত হবে।

ইউপি চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন বলেন, পরিষদের নিজস্ব কোনো জমি নেই। বর্তমান ভবনটি মালিকানাধীন জমিতে রয়েছে। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ২৫ শতক জমির প্রয়োজন। পর্যাপ্ত জমি না থাকায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না।

ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০১৬ সালের ২১ আগস্ট প্রথম সভায় সব সদস্যের উপস্থিতিতে অস্থায়ী ভবনে পরিষদের কাজ পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তা ছাড়া প্রতি শনিবার ওই কার্যালয়ে পরিষদের কাজ করার কথা থাকলেও ভবনটি দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হওয়ায় যথারীতি অস্থায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে। রেজুলেশনের কপি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ২৫ শতক জমি প্রয়োজন। জমি না থাকায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি এ ব্যাপারে একাধিকবার পদক্ষেপ নিয়েছেন। তবে জমি স্বল্পতার কারণে কমপ্লেক্স ভবন নির্মাণ করা সম্ভব হয়নি।

কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন জাহাঙ্গীর বলেন, ২০১৫ সালে বর্তমান ইউনিয়ন পরিষদ ভবনটি নির্মাণ করা হয়। পর্যাপ্ত পরিমাণ জমি না থাকার কারণে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। ফলে বিশাল কর্মযজ্ঞ ইউনিয়ন পরিষদের অধিবাসীরা সেবা নিতে এসে যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম বলেন, ‘পর্যাপ্ত পরিমাণে জমি না থাকায় জোয়ারা, বরকল ও কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়নি। জমির ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাদের কিছু করার নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত