Ajker Patrika

পোস্টার মোড়ানো হচ্ছে নিষিদ্ধ পলিথিনে

মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ৩৪
পোস্টার মোড়ানো হচ্ছে নিষিদ্ধ পলিথিনে

চৌদ্দগ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পোস্টার পলিথিনে মোড়ানো হচ্ছে। কুয়াশা বা বৃষ্টিতে ভিজে পোস্টার নষ্ট হওয়া ঠেকাতে এটি করা হচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীদের এ ধরনের কাজ নির্বাচন কমিশন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা যেন দেখেও না দেখার ভান করছেন।

উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী তাঁদের নির্বাচনী পোস্টার দীর্ঘস্থায়ী রাখতে নিষিদ্ধ পলিথিন দিয়ে মুড়িয়ে টাঙিয়েছেন। দেশে এক সময় নির্বাচনে বাসাবাড়ি, দোকানসহ যত্রতত্র দেয়ালে প্রার্থীরা পোস্টার লাগাতেন। পরে নির্বাচন কমিশনের শক্ত অবস্থানের কারণে এটি বন্ধ হয়েছে। কিন্তু বর্তমানে পোস্টারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে।

অথচ পলিথিন ব্যাগ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি বন্ধে স্থানীয় প্রাশাসন বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। এছাড়া পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনা করে সরকার বহু আগে পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, পলিথিন ব্যাগ বিক্রয়, প্রদর্শন, মজুত ও বাণিজ্যিকভাবে বিতরণ করা যাবে না।

উপজেলার কাশিনগর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুবু হক পোস্টারে পলিথিন ব্যবহারের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি পোস্টার করেছি সীমিত। নিষিদ্ধ পলিথিন ব্যবহার করছি না।’

১৩ নম্বর জগন্নাথদীঘি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী শাহিদুল ইসলাম চৌধুরী শাহেদ বলেন, ‘নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিষয়টি জানতাম না। কুয়াশার কারণে যাতে পোস্টার ছিড়ে না পড়ে সে জন্য পলিথিন ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে আর করব না।’

একই ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জানে-ই-আলম ভূঁইয়া বলেন, ‘প্রশাসনের মাধ্যমে পলিথিন নিষিদ্ধ কথাটি জানতে পারি। এর পর থেকে আর পলিথিন ব্যবহার করছি না।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সভাপতি মোসলে উদ্দিন বলেন, ‘পলিথিন একটি নিষিদ্ধ পণ্য। শুধু মাত্র খাদ্য সামগ্রীতে স্বল্প পরিসরে ব্যবহার করা যেতে পারে। নির্বাচনী মাঠে পোস্টার সাঁটানোর নামে পলিথিন ব্যবহার সত্যি দুঃখজনক। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নজর দেওয়া উচিত।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মঞ্জুর আলম বলেন, ‘নির্বাচনী কাজ নিষিদ্ধ পলিথিন ব্যবহারের কথাটি গণমাধ্যমে জানতে পেরেছি। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের এ ব্যাপার ব্যবস্থা নিতে নির্দেশ দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পেছনের কূটনীতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত