Ajker Patrika

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন ১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন ১ অক্টোবর

প্রথমে ইঙ্গিত মিলেছিল জুনেই হতে পারে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন। তবে ওই মাসে নয়, আগামী ১ অক্টোবরই হবে সম্মেলন। গতকাল বুধবার মহানগর আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ ঘোষণা দিতেই নেতা-কর্মীরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি ও আ জ ম নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে নগর আওয়ামী লীগের বর্তমান কমিটি গঠিত হয় ২০১৩ সালের ১৪ নভেম্বর। তবে সেবার সম্মেলন হয়নি। কমিটির ঘোষণা এসেছিল ঢাকা থেকে। এ শাখায় সবশেষ সম্মেলন হয় ২০০৯ সালে। ২০১৭ সালে মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর কমিটির সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী পান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব। এবার সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসবে, নাকি বর্তমান নেতাদের পদের রদবদল হবে–সেটি দেখার অপেক্ষা সবার।

সম্মেলনের ঘোষণা দিয়ে মাহবুবুল আলম হানিফ বলেন, ‘আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন হবে। এর অন্তত দুই মাস আগে আমরা সারা দেশে সকল জেলা-উপজেলা, ইউনিয়ন, থানা, ওয়ার্ড ও ইউনিটের সম্মেলন শেষ করতে চাই। এর অংশ হিসেবে আমি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করছি। আগামী পয়লা অক্টোবর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন হবে। এর আগে চট্টগ্রাম নগরীর বাকি সব ওয়ার্ড, ইউনিট ও থানার সম্মেলন শেষ করতে হবে।’

সম্মেলনের মধ্য দিয়ে মহানগর আওয়ামী লীগ নতুন আঙ্গিকে আসবে বলে মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, সম্মেলনের মধ্য দিয়ে নতুনভাবে শক্তিশালী হয়ে কার্যক্রম পরিচালনা করবে।

এর আগে সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পাহাড়ে সম্মেলন হচ্ছে, চট্টগ্রামেও সম্মেলনের আয়োজন করতে হবে। আওয়ামী লীগ থেকে দূষিত রক্ত বের করতে হবে। দুঃসময়ের কর্মীদের কাছে টানতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে  দলের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত