Ajker Patrika

সিটি নির্বাচন ঘিরে প্রস্তুত হচ্ছে জাপা

খান রফিক, বরিশাল
আপডেট : ২৪ মে ২০২৩, ১৫: ২৮
সিটি নির্বাচন ঘিরে প্রস্তুত হচ্ছে জাপা

বরিশালে আসন্ন সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচন সামনে রেখে ঘর গোছাতে ব্যস্ত জাতীয় পার্টি। এ লক্ষ্যে গত সোমবার রাজধানীতে দলটির মহাসচিব সাংসদ মুজিবুল হক চুন্নু বরিশালের নেতাদের নিয়ে মতবিনিময় করেছেন। সভায় আগামী নির্বাচনে জাপার মেয়র প্রার্থী এবং সদরের সংসদ সদস্য প্রার্থী হিসেবে দুই নেতার নাম উঠে আসে। জাপার দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আগামী ২০২৩ সালের সিটি নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী নির্ধারণেই হাইকমান্ড স্থানীয় নেতাদের রাজধানীতে ডেকে মতামত নেন।

ঢাকার বনানীতে জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগরের সঙ্গে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দলটির মহাসচিব সাংসদ মুজিবুল হক চুন্নু। অতিরিক্ত মহাসচিব (বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সাংসদ মেজর (অব.) রানা মো. সোহেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আছুদ, রেজাউল ইসলাম ভুইয়া, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা প্রমুখ।

সভায় মহাসচিবের প্রশ্নের জবাবে মহানগর জাপার সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ চুন্নু বক্তব্যে বলেন, গতবারে বরিশাল সিটি নির্বাচনে জাপার প্রার্থী ছিলেন যুগ্ম মহাসচিব ও জেলা সদস্যসচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। অপরদিকে সদর আসনের এমপি প্রার্থী ছিলেন মহানগর জাপার সভাপতি মুর্তজা আবেদিন।

সভায় নগর সভাপতি মর্তুজা আবেদীন বলেন, জাপা নিয়ে ষড়যন্ত্র চলছে, এটি টিকবে না।

জেলা আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, বর্তমান সাংগঠনিক নেতৃত্বে বরিশালে জাপা আরও উজ্জীবিত। জাপাকে উজ্জীবিত করতে ২০১৮ সালে ইকবাল হোসেন তাপস নির্বাচনে অংশ নেন। সম্প্রতি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাপসের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা হয়। বর্তমান প্রেক্ষাপটে মানুষ চান তাপসের মতো একজন সজ্জন ব্যক্তিকে মেয়র হিসেবে দেখতে।

জেলা সদস্যসচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস তাঁর বক্তব্যে বলেন, গতবার তাঁকে দল প্রার্থী হিসেবে ঘোষণা করেও শেষ মুহূর্তে বহিষ্কার করে। এরপরও তিনি মাঠ ছাড়েননি। যিনি সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হবেন, তাঁকে যেন আগেভাগেই মাঠ গোছাতে নগরের কর্তৃত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব সাংসদ মুজিবুল হক চুন্নু জানান, শিগগিরই এ বিষয়ে দলের সিদ্ধান্ত জানানো হবে।

সভায় উপস্থিত জাতীয় পার্টির নগর সাংগঠনিক সম্পাদক এ কে এম মোস্তফা বলেন, মহাসচিব আগামী নির্বাচনে বরিশাল সিটি ও সদরের প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা করেছেন। এ সময় তাপস ও মর্তুজা ভাইয়ের নাম উঠে আসে।

ইকবাল হোসেন তাপস বলেন, জাপা সিটিতে মেয়র প্রার্থী দিলে এবার একেবারে ফেলনা হবে না। মহাসচিব তাঁদের আশ্বাস দিয়েছেন, এ বিষয়ে অচিরেই সিদ্ধান্ত জানাবেন।

যুগ্ম মহাসচিব ফখরুল আলম শাহজাদা বলেন, মতবিনিময় সভায় বরিশালের মেয়র প্রার্থী ও সদর আসনের প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি বরিশালে বিভাগীয় সভা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত