Ajker Patrika

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৬: ২৪
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী শেখ মোস্তফা কামালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ মোহন আলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই অভিযোগে সদস্য প্রার্থী শেখ মোহন আলীর ভাই শেখ আ. ছবুর গতকাল সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

এ সময় ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী শেখ মোহন আলী, স্থানীয় শেখ তরিকুল ইসলাম, শেখ টুকু মিয়া, শেখ আব্দুর রশীদসহ মোহন আলীর সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সদস্য প্রার্থী শেখ মোহন আলী বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চান। এলাকায় তাঁদের সমর্থক ও ভোটার অনেক বেশি। এই কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ মোস্তফা কামাল নিজেকে হুমকির অভিযোগ এনে তাঁর চাচাতো ভাই তরিকুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন।

এটি নিয়ে শেখ মোস্তফা কামাল এলাকায় তাঁদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ফলে স্থানীয়ভাবে তাঁরা হেয়প্রতিপন্ন হচ্ছেন। ভোটের মাঠে শেখ মোস্তফা কামাল পিছিয়ে পড়ায় এই অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ তাঁর। তাঁরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অভিযুক্ত শেখ মোস্তফা কামাল বলেন, অপপ্রচারের বিষয়টি মিথ্যা। তিনি কোনো অপপ্রচার করেননি। তিনি শান্তিপূর্ণ ভোট চান।

বাগেরহাট জেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদে শেখ মোস্তফা কামাল, শেখ মোহন আলী ও দিপক সাহা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল বুধবার প্রতীক বরাদ্দ এবং ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

কোমর থেকে পিস্তল বের করে মহাখালীর ফার্মেসিতে চাঁদাবাজি করা সেই ব্যক্তি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত