চান্দিনা প্রতিনিধি
চান্দিনার স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে অসদাচরণ এবং ইউপি নির্বাচনে অসহযোগিতার অভিযোগ করেছেন আওয়ামী লীগের এক চেয়ারম্যান প্রার্থী। গত বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন কেরণখাল ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. হারুন অর রশিদ। এ সময় আটটি ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেরণখাল ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. হারুন অর রশিদ বলেন, ‘গত ৬ ডিসেম্বর চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে আমরা ৯ জন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী স্থানীয় সাংসদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাজধানী ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে যাই। এ সময় তিনি আমাদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন। আমার হাতে মোবাইল ফোন ছিল। এটা দেখে তিনি বলেন, ‘‘এই তুমি ভিডিও কর কেন’’ এ কথা বলে আমার হাতে লাথি মারেন।’
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে আমরা সাংসদের সহযোগিতা কামনা করি। কিন্তু তিনি আমাদের কোনো সহযোগিতা তো করবেনই না বরং আমাদের সঙ্গে কাঠোর ভাষায় খারাপ আচরণ করেন।’
সাংসদ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, ‘আমি একজন ডাক্তার। দুর্ব্যবহার আমি কখনো করি না। আটজন না, দুজন লোক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এঁদের মধ্যে একজন চেয়ারম্যান প্রার্থী হারুন ছিল। আমি তাঁকে বলেছি আপনি নৌকা পেয়েছেন, আমি আপনার সঙ্গে আছি। আমার সঙ্গে একজন মুজিব নামে ছেলে আছে। আমি তাঁকে ধমক দিয়ে বলেছি, ‘‘তুমি আমার চেম্বার ছেড়ে যাও। এলাকায় গিয়ে নৌকার জন্য কাজ কর।’’ আমি অতিথিদের কাউকে মন্দ কথা বলিনি।’
চান্দিনার স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে অসদাচরণ এবং ইউপি নির্বাচনে অসহযোগিতার অভিযোগ করেছেন আওয়ামী লীগের এক চেয়ারম্যান প্রার্থী। গত বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন কেরণখাল ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. হারুন অর রশিদ। এ সময় আটটি ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেরণখাল ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. হারুন অর রশিদ বলেন, ‘গত ৬ ডিসেম্বর চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে আমরা ৯ জন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী স্থানীয় সাংসদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাজধানী ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে যাই। এ সময় তিনি আমাদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন। আমার হাতে মোবাইল ফোন ছিল। এটা দেখে তিনি বলেন, ‘‘এই তুমি ভিডিও কর কেন’’ এ কথা বলে আমার হাতে লাথি মারেন।’
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে আমরা সাংসদের সহযোগিতা কামনা করি। কিন্তু তিনি আমাদের কোনো সহযোগিতা তো করবেনই না বরং আমাদের সঙ্গে কাঠোর ভাষায় খারাপ আচরণ করেন।’
সাংসদ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, ‘আমি একজন ডাক্তার। দুর্ব্যবহার আমি কখনো করি না। আটজন না, দুজন লোক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এঁদের মধ্যে একজন চেয়ারম্যান প্রার্থী হারুন ছিল। আমি তাঁকে বলেছি আপনি নৌকা পেয়েছেন, আমি আপনার সঙ্গে আছি। আমার সঙ্গে একজন মুজিব নামে ছেলে আছে। আমি তাঁকে ধমক দিয়ে বলেছি, ‘‘তুমি আমার চেম্বার ছেড়ে যাও। এলাকায় গিয়ে নৌকার জন্য কাজ কর।’’ আমি অতিথিদের কাউকে মন্দ কথা বলিনি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫