Ajker Patrika

ভোট নিয়ে টান টান উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ২৮
ভোট নিয়ে টান টান উত্তেজনা

পঞ্চম ধাপে আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া ভোট হবে আশুগঞ্জ উপজেলার ৮ ইউপিতেও।

ভোট সামনে রেখে দুই উপজেলায় টান টান উত্তেজনা। সোমবার রাত ১২টায় শেষ হয়েছে নির্বাচনের প্রচার। তবে এই নির্বাচনে কে কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আসছেন, কার জয়ের সম্ভাবনা বেশি, এই আলোচনা এখন প্রতিটি হাটবাজারের চায়ের দোকানে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১০ ইউপির মধ্যে তালশহর পূর্ব ইউপির চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, আব্দুস সালাম (নৌকা), (হাতপাখা), আল আমিন রনী (টেলিফোন), এনামুল হক (মোটরসাইকেল), মনিরুল ইসলাম (চশমা), জায়েদুল কবির কালাম (ঘোড়া), ফায়জুর রহমান (আনারস) ও সাইফুল্লাহ (অটোরিকশা)।

নাটাই উত্তর ইউনিয়নে হাবিবুল্লাহ বাহার (নৌকা), (লাঙল), রজব আলী (হাতপাখা), আবু ছায়েদ (চশমা), আমির হোসেন (মোটরসাইকেল), কেফায়েত (ঘোড়া), হালিম শাহ্ (আনারস), হামদু মিয়া (রজনীগন্ধা) ও কাজী মোবারক হোসেন (টেলিফোন)।

বাসুদেব ইউপিতে মোহাম্মদ এম আলম ভূঁইয়া (নৌকা), জাফর আহমেদ (হাতপাখা), আয়নাল হক (টেলিফোন), নিজাম উদ্দিন ভূঁইয়া (চশমা), আবদুল হাকিম মোল্লা (আনারস) ও নেছার উদ্দিন (ঘোড়া)। মাছিহাতা ইউপিতে আল-আমিন (নৌকা), মো. মাছুম (হাতপাখা) ও মোশারফ হোসেন (আনারস)।

সুলতানপুর ইউপিতে শেখ ওমর ফারুক (নৌকা), জুটন মিয়া (লাঙল), আক্কাছ মিয়া (হাতপাখা), গাজী শাহিন আলী (চশমা), শেখ মো. মহসীন (আনারস) ও সুধীর চন্দ্র ঘোষ (ঘোড়া)।

মজলিশপুর ইউপিতে তাজুল ইসলাম (নৌকা), নাছির উদ্দিন (মোটরসাইকেল), আশরাফুল ইসলাম (আনারস), মিজানুর রহমান (ঘোড়া) ও শরিফুল ইসলাম (চশমা)। রামরাইল ইউপিতে শাহাদত খান (নৌকা), আবুল কাশেম (লাঙল), মশিউর রহমান সেলিম (আনারস) ও শাহীন ভূঁইয়া (ঘোড়া)।

বুধল ইউপিতে আবদুল হক (নৌকা), হুমায়ুন কবীর (হাতপাখা), আতিকুর রহমান (মোটরসাইকেল), আবদুল হামিদ (আনারস), মনিরুজ্জামান (চশমা), মিজান মিয়া (টেলিফোন), আবদুল্লাহ আল রাকিব (ঘোড়া) ও মো. ইলিয়াস (অটোরিকশা)।

সাদেকপুর ইউপিতে মো. নাসিরউদ্দিন (নৌকা), মজিবুর রহমান (মোটরসাইকেল), জহিরুল ইসলাম চৌধুরী (টেলিফোন), সায়েদুজ্জামান (আনারস), হাবিবুর রহমান (ঘোড়া) ও হারুন অর রশিদ (চশমা)।

সুহিলপুর ইউপিতে আবদুর রশিদ ভূঁইয়া (নৌকা), মো. মোশতাক (হাতপাখা), কামরুজ্জামান খান (ঘোড়া), মো. আলাউদ্দিন (আনারস), আবদুল মতিন মুন্সী (মোটরসাইকেল) ও শফিকুল ইসলাম (চশমা)।

আশুগঞ্জের ৮ ইউপির চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থীর মধ্যে আশুগঞ্জ সদর ইউপিতে ৪ জন প্রার্থী। তাঁরা হলেন, মো. সালাহ উদ্দিন (নৌকা), শফিকুল ইসলাম (মোটরসাইকেল), তফছির শিকদার (ঘোড়া) ও মনির হোসেন (আনারস)।

চরচারতলা ইউপিতে ৫ জন প্রার্থী। তাঁরা হলেন, আয়ুব খান (নৌকা), মুছা মিয়া (আনারস), ফাইজুর রহমান (মোটরসাইকেল), এম এ লিটন (ঘোড়া) ও রাজু আহমেদ উজ্জ্বল (লাঙল)। আড়াইসিধা ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২ জন। তাঁরা হলেন, মো. সেলিম (নৌকা) ও আবু সায়েম মিঠু (আনারস)।

তালশহর পশ্চিম ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোলাইমান মিয়া (নৌকা), আবু শামা (আনারস), আবু জাফর মো. আলী (চশমা) ও সাচ্চু মিয়া (মোটরসাইকেল)।

দুর্গাপুর ইউপিতে জিয়াউল করিম খান সাজু (নৌকা), রাসেল মিয়া (আনারস), এমরান হোসেন (ঘোড়া) ও রওশন আলী (মোটরসাইকেল)। শরীফপুর ইউপিতে মোহাম্মদ মহিউদ্দিন (নৌকা), সাইফ উদ্দিন (ঘোড়া) ও সুমন মিয়া (আনারস)।

লালপুর ইউপিতে মোরশেদ মিয়া (নৌকা) ও এম এ আবুল খায়ের (আনারস)। তারুয়া ইউপিতে ইদ্রিছ মিয়া (নৌকা), বাদল সাদির (আনারস) ও এটিএম হুমায়ুন কবির (ঘোড়া)।

এই ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, আনসার মোতায়েন ছাড়াও র‍্যাব, বিজিবি ও ভ্রাম্যমাণ আদালত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত