Ajker Patrika

আবারও বিতর্কে জড়াল বিটিএস

আবারও বিতর্কে জড়াল বিটিএস

আবারও বিতর্কে জড়াল বিশ্বজুড়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা কোরিয়ান ব্যান্ড বিটিএসের নাম। গুঞ্জন রটেছে, ‘ডন ওয়ার্ল্ড’ নামের এক উগ্র ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে গোপন সম্পর্ক রয়েছে বিটিএসের এজেন্সি হাইব-এর। ডন ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ইলচি লি ওরফে লি সেউং হিওনের তৈরি করা গ্লোবাল সাইবার ইউনিভার্সিটিতে পড়েছেন বিটিএসের ছয় সদস্য। এ তথ্য সামনে এনে ডন ওয়ার্ল্ডের সঙ্গে তাঁদের সম্পৃক্ততার গুঞ্জনকে আরও জোরালো করা হচ্ছে। 

শুধু তা-ই নয়, হাইবের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন সময়ে তারা বিটিএসের অ্যালবাম বিক্রির সংখ্যাকে বাড়িয়ে বলেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের টপ মিউজিক চার্টে বিটিএসের নাম ব্যবহারের জন্য অর্থ ও ক্ষমতার অপব্যবহার করেছে। এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সব অভিযোগ অস্বীকার করেছে হাইব। একই সঙ্গে জানিয়েছে, এমন গুজব ছড়ানো বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেবে তারা।

দ্য কোরিয়া টাইমস জানিয়েছে, বিতর্কের সূত্রপাত মিন হি-জিনের মাধ্যমে। হাইবের সহপ্রতিষ্ঠান অ্যাডর-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি। হাইবের অধীনে যেমন বিটিএস পরিচালিত হয়, তেমনি অ্যাডরের অধীনে পরিচালিত হয় নারী পপ দল ‘নিউ জিনস’। মিন হি-জিন অনেক দিন ধরে চাইছিলেন, হাইবের ছাতার নিচ থেকে বেরিয়ে অ্যাডরকে একটি স্বতস্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। তাই মিনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনে হাইব। তার জবাব দিতে গত ২২ এপ্রিল একটি সংবাদ সম্মেলন করেন মিন। সেখানে তিনি বিটিএসকে জড়িয়ে হাইবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেন।

পরে এ বিতর্কে যুক্ত হয় ডন ওয়ার্ল্ডের নাম। উগ্র ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে হাইবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘যে অভিযোগগুলো তোলা হয়েছে, তা ভিত্তিহীন। যারা অভিযোগ তুলছে, তাদের শনাক্ত করা হচ্ছে। তাদের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।’

ছবি: সংগৃহীতএর আগেও বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়েছে বিটিএসের নাম। ২০১৫ সালে নকলের অভিযোগ ওঠে বিটিএসপ্রধান আর এমের বিরুদ্ধে, তিনি ওই সময় ক্ষমাও চেয়েছিলেন। ২০১৭ সালেও মিউজিক চার্ট নিয়ে কারসাজি করার অভিযোগ উঠেছিল ব্যান্ডটির ম্যানেজমেন্টের বিরুদ্ধে। তবে এসব বিতর্ক ও পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই নতুন অ্যালবাম ‘রাইট প্লেস রং পারসন’ প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন আর এম। আগামী জুনে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করে ফিরবেন জিন। এ বছরই ফিরবেন আরেক সদস্য জে হোপ। বাকি সদস্যরা ফিরবেন আগামী বছর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত