Ajker Patrika

সাম্প্রদায়িকতা রোখার প্রত্যয় শান্তি সমাবেশে

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১১: ০৯
সাম্প্রদায়িকতা রোখার প্রত্যয় শান্তি সমাবেশে

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ও সম্প্রীতি বজায় রাখতে জেলার বিভিন্ন স্থানে শোভাযাত্রা, সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন। গতকাল মঙ্গলবার ‘সাম্প্রদায়িক সন্ত্রাস, রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানে উপজেলায় কর্মসূচি পালন করে যুবলীগ।

কুমিল্লায় দক্ষিণ জেলা যুবলীগের আয়োজনে শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকালে নগরীর রামঘাটের জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টু, মো. জালাল উদ্দিন, নাজমুল হক প্রমুখ।

এদিকে কুমিল্লায় ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ এলাকা পরিদর্শন করেছেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি কুমিল্লা নানুয়া দিঘির পাড়ের ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ এলাকা পরিদর্শন করেন।

এ সময় জেলা ও মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

পঙ্কজ দেবনাথ বলেন, ‘আশা করি, দ্রুত ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত হবে।’

অপর দিকে নগরীর টাউন হলের সামনে মানববন্ধন করেন ন্যাপ কুমিল্লা শাখা।

চৌদ্দগ্রামে উপজেলা যুবলীগ সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশের আয়োজন করে। এতে সহযোগিতা করে আওয়ামী লীগ। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া হাসান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথমন্ত্রী ও সাংসদ মুজিবুল হক।

বক্তব্যে সাংসদ মুজিবুল হক বলেন, ‘সম্প্রীতির বাংলাদেশে সন্ত্রাসের কোনো স্থান নেই। আপনারা সচেতন থাকবেন। আমরা এ দেশের নাগরিক। আমরা সবাই ভাই ভাই। চৌদ্দগ্রামে সন্ত্রাসীদের কোনো স্থান নাই।’

পরে সাংসদ মুজিবুল হকের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শোভাযাত্রা বের করা হয়।

চান্দিনায় সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়ানোর দাবি নিয়ে যুবলীগের শোভাযাত্রাটি চান্দিনা বাসস্টেশন থেকে শুরু হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী।

তিতাসে উপজেলা ও উত্তর জেলা যুবলীগের উদ্যোগে শোভাযাত্রাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বের হয়ে হোমনা-গৌরীপুর সড়ক প্রদক্ষিণ করে আবার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সারোওয়ার হোসেন বাবু এতে নেতৃত্ব দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত