Ajker Patrika

নামেই সরকারি কলেজ

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৫: ৪৭
নামেই সরকারি কলেজ

২০১৮ সালের ৮ আগস্ট পাইকগাছা কলেজকে সরকারিকরণ করা হয়েছে। সরকারি কলেজের তালিকাভুক্তির তিন বছর পার হলেও এখনো কোনো সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে না শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীরা। পুরোনো অবকাঠামো দিয়েই চলছে কলেজটি।

কলেজ সূত্রে জানা যায়, বর্তমানে কলেজটিতে দুই হাজার ১৬৩ জন ছাত্রছাত্রী রয়েছে। তাদের জন্য রয়েছে ৫৪ জন শিক্ষক। এর মধ্যে অনার্স কোর্সের রয়েছেন ১৯ জন। তবে অনার্সের শিক্ষকেরা এমপিওর তালিকায় আসেননি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল বলেন, অবকাঠামোর অভাবে পাঠদান কঠিন হয়ে পড়েছে। আবার প্রাকৃতিক দুর্যোগসহ সরকারের বিভিন্ন সরকারি কর্মসূচিতে এ কলেজকে ব্যবহার হয়ে থাকে। সে সময় অবকাঠামোর অভাবে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া কঠিন হয়ে পড়ে। একদিকে শিক্ষক সংকট অন্য দিকে অবকাঠামোর অভাবে মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।

কলেজের অন্যান্য শিক্ষকেরা জানান, আমাদের এ কলেজটি শুধু নামটি সরকারি করণ করা হয়েছে। আর্থিক বিষয় কোনো সরকারিকরণ করা হয়নি। সরকারি কোনো সুযোগ-সুবিধা এখানে নেই। যশোর বোর্ড কর্তৃপক্ষ সরকারি অনুমতি দিলেও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো কাগজপত্র দেওয়া হয়নি। একটি সরকারি কলেজের ছাত্রদের বেতন প্রতি মাসে ২৫ টাকা। কিন্তু আমাদের বেতন প্রতি মাসে ৪০০ টাকা। এটি বেসরকারি কলেজের বেতনের সমান। এ নিয়ে ছাত্রছাত্রীরা বেতন কমানোর জন্য কলেজ সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেছে।

কলেজের অধ্যক্ষ আরও জানান, আমরা এমন একটা পরিস্থিতিতে পড়েছি, যেখানে না পাচ্ছি সরকারি সুযোগ-সুবিধা, না পাচ্ছি বেসরকারি সুবিধা। এ সব কারণে স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন কলেজের শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত