Ajker Patrika

বিএনপি নেতা আলালের বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০: ৫৫
বিএনপি নেতা  আলালের বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশোভন বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নামে গাজীপুরের শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ অভিযোগ করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপগণযোগাযোগ বিষয়ক সম্পাদক, উপজেলার ভিটিপাড়া গ্রামের বাসিন্দা আশিক বিন ইদ্রিছ।

অভিযোগ বলা হয়, মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযোগকারী উপজেলার বরমী এলাকায় বসে ওই ভিডিও দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তিনি এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী আশিক বিন ইদ্রিস বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী। আমাদের প্রিয় নেত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় আমি এই অভিযোগ করেছি। আশা করি আইনের মাধ্যমে তাঁর (আলালের) কঠিন বিচার হবে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, আশিক বিন ইদ্রিস নামে একজন লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত