Ajker Patrika

‘প্রতিমা বিসর্জনকালে শোভাযাত্রা নয়’

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৩: ০৯
‘প্রতিমা বিসর্জনকালে শোভাযাত্রা নয়’

আসন্ন শারদীয় দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনকালে কোনো শোভাযাত্রা করা যাবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। গতকাল বুধবার আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে এ কথা বলেন তিনি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ আরও বলেন, দায়িত্বশীলতার সঙ্গে সবাই কাজ করতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে। নিজের সুরক্ষা নিজের কাছে। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, এনএসআই এর উপ-পরিচালক শাহ মো. আরমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত