Ajker Patrika

‘জনতার আদালতে’ মেয়র কাদের মির্জার জিডি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৯: ৫৭
‘জনতার আদালতে’ মেয়র কাদের মির্জার জিডি

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা হত্যা এবং দলকে নেতা-কর্মীশূন্য করার ষড়যন্ত্রের অভিযোগ এনে ‘জনতার আদালতে’ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে ১৮ জনের নাম উল্লেখ করেন। গতকাল বুধবার দুপুরে ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা লিখেন।

জিডিতে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী অ্যাডভোকেট ইসরাতুন্নেসা কাদের, ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালীর সাংসদ একরামুল করিম চৌধুরী, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল হক (শহীদুল ইসলাম), কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন, সেতুমন্ত্রীর সহকারী জাহাঙ্গীর আলম, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, তাঁর স্ত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, সেতুমন্ত্রীর তিন ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, রামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন, চরফকিরা ইউপিতে নবনির্বাচিত চেয়ারম্যান জায়েদল হক কচি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, চরএলাহী ইউপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক, চরকাঁকড়া ইউপির চেয়ারম্যান হানিফ সবুজ এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মুছাপুর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন।

নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাসে কাদের মির্জা উল্লেখ করেন, ‘বিচারপতির কাছে বিচার চেয়ে পাইনি। তাই বিচারপতির বিচার করে যে জনতা, সেই জনতার কাছে বিচার দিলাম। যে জনগণ আমার প্রাণশক্তি, সে জনগণ আমাকে প্রেরণা জোগাবেন, সত্যের যে প্রদীপ শিখা জ্বালিয়েছি, রাজভয়-লোকভয় তা কখনো নেভাতে পারবে না। মহান আল্লাহ আমার সহায় হোক। দোয়া করবেন সকলে।’

জনতার আদালতে করা মেয়র কাদের মির্জার জিডির বিষয়টি প্রকাশ হলে কোম্পানীগঞ্জে সব মহলে তা নিয়ে আলোচনা-সমালোচনা চলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত