চাঁদপুর প্রতিনিধি
মেঘনা নদীতে জেগে ওঠা চর ‘মিনি কক্সবাজার’ কেটে ফেলার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। নদীর পানিপ্রবাহ স্বাভাবিক রাখার স্বার্থে এমন উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ সংক্রান্ত একটি প্রকল্প সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এদিকে চরটি কেটে ফেলার পক্ষে মত দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশসহ অনেকে। তাদের মতে, এই চর চাঁদপুর শহরের জন্য হুমকিস্বরূপ। শহর রক্ষায় এই চরটি কেটে ফেলার কোনো বিকল্প নেই।
চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় তিন নদীর মোহনা (পদ্মা-মেঘনা-ডাকাতিয়া) থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে কয়েক বছর আগে জেগে ওঠা এই চর স্থানীয় বাসিন্দাদের কাছে ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শীত মৌসুমে এখানে অসংখ্য পর্যটক আসেন। কিন্তু বর্ষায় চরটি পানিতে নিমজ্জিত থাকে। শীতে জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই চরটি।
এমন বাস্তবতায় চরটিকে চাঁদপুর শহর রক্ষা বাঁধের জন্য হুমকি হিসেবে দেখছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রিফাত জামিল বলেন, মিনি কক্সবাজার হিসেবে পরিচিত স্থানটি চাঁদপুর শহর রক্ষা বাঁধের জন্য হুমকিস্বরূপ। মূলত এ চরের কারণে নদীর পানির স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, ২০১৯ সালে চাঁদপুর শহর সংরক্ষণের একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। ওই প্রস্তাবনার ওপর ভিত্তি করে ২০২০ সালে বিষয়টি স্টাডি করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। কমিটির বুয়েট এবং আইডব্লিউএম (ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং) সদস্যরা পরিদর্শন শেষে একটি প্রতিবেদন তৈরি করেন। ওই প্রতিবেদনে তাঁরা উল্লেখ করেন, শহর রক্ষার জন্য ব্লক ফেলা উচিত এবং বিপরীত দিকে বাধা প্রদানকারী এসব চর কেটে ফেলা প্রয়োজন। তাতে নদীর পানি চলাচল স্বাভাবিক থাকবে এবং শহর রক্ষা বাঁধ নিরাপদ থাকবে। তাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে পাউবো থেকে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনো ওই ডিপিপি পাস হয়ে আসেনি।
এই পানি প্রকৌশলী বলেন, ‘আমাদের প্রস্তাবনা আমরা পাঠিয়েছি। তবে এখনো অনুমতি না পাওয়ায় কাজ শুরু করতে পারিনি। অনুমতি পেলেই আমরা চরটি কেটে ফেলার কাজ শুরু করব। আশা করি তাতে চাঁদপুর শহর রক্ষা বাঁধের ঝুঁকি অনেক কমে আসবে।’
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, যে কোনো সময় মিনি কক্সবাজার স্থানটি কেটে ফেলা হবে। তাই ওখানে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা সম্ভব নয়। এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে রাখারও কোনো চিন্তা-ভাবনা নেই।
মেঘনা নদীতে জেগে ওঠা চর ‘মিনি কক্সবাজার’ কেটে ফেলার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। নদীর পানিপ্রবাহ স্বাভাবিক রাখার স্বার্থে এমন উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ সংক্রান্ত একটি প্রকল্প সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এদিকে চরটি কেটে ফেলার পক্ষে মত দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশসহ অনেকে। তাদের মতে, এই চর চাঁদপুর শহরের জন্য হুমকিস্বরূপ। শহর রক্ষায় এই চরটি কেটে ফেলার কোনো বিকল্প নেই।
চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় তিন নদীর মোহনা (পদ্মা-মেঘনা-ডাকাতিয়া) থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে কয়েক বছর আগে জেগে ওঠা এই চর স্থানীয় বাসিন্দাদের কাছে ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শীত মৌসুমে এখানে অসংখ্য পর্যটক আসেন। কিন্তু বর্ষায় চরটি পানিতে নিমজ্জিত থাকে। শীতে জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই চরটি।
এমন বাস্তবতায় চরটিকে চাঁদপুর শহর রক্ষা বাঁধের জন্য হুমকি হিসেবে দেখছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রিফাত জামিল বলেন, মিনি কক্সবাজার হিসেবে পরিচিত স্থানটি চাঁদপুর শহর রক্ষা বাঁধের জন্য হুমকিস্বরূপ। মূলত এ চরের কারণে নদীর পানির স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, ২০১৯ সালে চাঁদপুর শহর সংরক্ষণের একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। ওই প্রস্তাবনার ওপর ভিত্তি করে ২০২০ সালে বিষয়টি স্টাডি করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। কমিটির বুয়েট এবং আইডব্লিউএম (ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং) সদস্যরা পরিদর্শন শেষে একটি প্রতিবেদন তৈরি করেন। ওই প্রতিবেদনে তাঁরা উল্লেখ করেন, শহর রক্ষার জন্য ব্লক ফেলা উচিত এবং বিপরীত দিকে বাধা প্রদানকারী এসব চর কেটে ফেলা প্রয়োজন। তাতে নদীর পানি চলাচল স্বাভাবিক থাকবে এবং শহর রক্ষা বাঁধ নিরাপদ থাকবে। তাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে পাউবো থেকে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনো ওই ডিপিপি পাস হয়ে আসেনি।
এই পানি প্রকৌশলী বলেন, ‘আমাদের প্রস্তাবনা আমরা পাঠিয়েছি। তবে এখনো অনুমতি না পাওয়ায় কাজ শুরু করতে পারিনি। অনুমতি পেলেই আমরা চরটি কেটে ফেলার কাজ শুরু করব। আশা করি তাতে চাঁদপুর শহর রক্ষা বাঁধের ঝুঁকি অনেক কমে আসবে।’
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, যে কোনো সময় মিনি কক্সবাজার স্থানটি কেটে ফেলা হবে। তাই ওখানে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা সম্ভব নয়। এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে রাখারও কোনো চিন্তা-ভাবনা নেই।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫