কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে গণমাধ্যমের ওপরও ভিসা নীতি প্রয়োগ হতে পারে, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের এমন মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। গত ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রদূতকে দেওয়া এক ই-মেইলে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
রাষ্ট্রদূত ২৪ সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যমও ভিসা নীতিতে যুক্ত হবে।
হাসের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে ২৭ সেপ্টেম্বর এক ইমেইল পাঠান সম্পাদক পরিষদ সভাপতি মাহ্ফুজ আনাম। এতে তিনি বলেন, রাষ্ট্রদূতের ওই বক্তব্য গণমাধ্যমের ওপর ভিসা নীতি প্রয়োগের বিষয়ে পরিষদের সদস্যদের মনে প্রশ্ন ও বিভ্রান্তি সৃষ্টি করেছে। তিনি এ বিষয়ে রাষ্ট্রদূতের কাছে একটি ব্যাখ্যা চান।
সম্পাদক পরিষদকে ২৮ সেপ্টেম্বর দেওয়া এক জবাবে হাস জানান, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার দৃঢ়ভাবে রক্ষায় যুক্তরাষ্ট্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই দৃষ্টিকোণ থেকে দেশটির সরকারের ঘোষিত নীতির যেকোনো দিক সম্পর্কে জনসাধারণের মতের প্রতিফলনকে দূতাবাস স্বাগত জানায়।
সম্পাদক পরিষদের সভাপতি মাহ্ফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের স্বাক্ষরে গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূতের সঙ্গে এই চিঠি আদান-প্রদানের বিষয়টি প্রকাশ করা হয়। এ ছাড়া মার্কিন দূতাবাসের ফেসবুক পেজেও গতকাল সম্পাদক পরিষদের চিঠির বিষয়ে রাষ্ট্রদূতের বক্তব্য প্রকাশ করা হয়।
হাস বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ২৪ মের ঘোষণায় বলা আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা সংস্থা নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা আছে।
প্রতিটি প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় যার যার ভূমিকা পালন করতে দিতে হবে।
রাষ্ট্রদূত আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের ঘোষিত নীতি অনুযায়ী, গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়ার মতো যেকোনো ঘটনায় জড়িত ব্যক্তি ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসবেন। এর অর্থ, গণমাধ্যমকে নিজের মতপ্রকাশে বাধা হয়ে দাঁড়ানো যেকোনো ব্যক্তিও ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে গণমাধ্যমের ওপরও ভিসা নীতি প্রয়োগ হতে পারে, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের এমন মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। গত ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রদূতকে দেওয়া এক ই-মেইলে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
রাষ্ট্রদূত ২৪ সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যমও ভিসা নীতিতে যুক্ত হবে।
হাসের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে ২৭ সেপ্টেম্বর এক ইমেইল পাঠান সম্পাদক পরিষদ সভাপতি মাহ্ফুজ আনাম। এতে তিনি বলেন, রাষ্ট্রদূতের ওই বক্তব্য গণমাধ্যমের ওপর ভিসা নীতি প্রয়োগের বিষয়ে পরিষদের সদস্যদের মনে প্রশ্ন ও বিভ্রান্তি সৃষ্টি করেছে। তিনি এ বিষয়ে রাষ্ট্রদূতের কাছে একটি ব্যাখ্যা চান।
সম্পাদক পরিষদকে ২৮ সেপ্টেম্বর দেওয়া এক জবাবে হাস জানান, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার দৃঢ়ভাবে রক্ষায় যুক্তরাষ্ট্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই দৃষ্টিকোণ থেকে দেশটির সরকারের ঘোষিত নীতির যেকোনো দিক সম্পর্কে জনসাধারণের মতের প্রতিফলনকে দূতাবাস স্বাগত জানায়।
সম্পাদক পরিষদের সভাপতি মাহ্ফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের স্বাক্ষরে গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূতের সঙ্গে এই চিঠি আদান-প্রদানের বিষয়টি প্রকাশ করা হয়। এ ছাড়া মার্কিন দূতাবাসের ফেসবুক পেজেও গতকাল সম্পাদক পরিষদের চিঠির বিষয়ে রাষ্ট্রদূতের বক্তব্য প্রকাশ করা হয়।
হাস বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ২৪ মের ঘোষণায় বলা আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা সংস্থা নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা আছে।
প্রতিটি প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় যার যার ভূমিকা পালন করতে দিতে হবে।
রাষ্ট্রদূত আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের ঘোষিত নীতি অনুযায়ী, গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়ার মতো যেকোনো ঘটনায় জড়িত ব্যক্তি ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসবেন। এর অর্থ, গণমাধ্যমকে নিজের মতপ্রকাশে বাধা হয়ে দাঁড়ানো যেকোনো ব্যক্তিও ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসবেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪