Ajker Patrika

বিয়ে পণ্ড, খাবার বাড়িতে আনিয়ে খেলেন বর

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৪২
বিয়ে পণ্ড, খাবার বাড়িতে আনিয়ে খেলেন বর

মাত্র দেড় কিলোমিটার দূরে পাশাপাশি গ্রামে বাড়ি বর ও কনের। দুই পরিবারের মতেই ঠিক হয়েছে বিয়ের দিনক্ষণ। কনের বাড়িতে বরযাত্রী যাওয়ার জন্য প্রস্তুত পাঁচটি মাইক্রোবাস।

কনের বাড়িও চলছিল ৩০০ লোকের রান্নাবান্নার আয়োজন। আনন্দঘন এত আয়োজন পণ্ড হলো পুলিশের তৎপরতায়। কনের বয়স ১৫ বছর হওয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দিয়েছে পুলিশ।

পুলিশের ভয়ে বরযাত্রী সাহস পায়নি কনের বাড়িতে যাওয়ার। অবশেষে কনের বাড়ি থেকে ভ্যানে করে মাংস–ভাত পাঠানো হয় বরের বাড়িতে। ঘটনাটি গতকাল রোববারের যশোরের মনিরামপুরের ঝাঁপা ইউনিয়নের।

বরের নাম বিপ্লব হোসেন। তিনি ওই ইউনিয়নের মনোহরপুর বিশ্বাস পাড়ার আহাদ আলীর ছেলে। পেশায় বাইসাইকেল ব্যবসায়ী, আর কনে স্থানীয় একটি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।

এদিকে বাল্যবিবাহের খবর পেয়ে মনিরামপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার তাঁর দপ্তরের ক্রেডিট সুপারভাইজার শহিদুল ইসলামকে কনের বাড়িতে পাঠিয়েছেন।

শহিদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পাওয়ার আগে পুলিশ এসে বিয়ে বন্ধ করে দেন। ঘটনাস্থলে গিয়ে দেখি বরপক্ষ আসেননি। কনের বাড়ির আশপাশের লোকজন খাওয়াদাওয়া করছেন। কনের বাড়ি থেকে রান্না করা খাবার হাঁড়ি ভরে ভ্যানে করে বরের বাড়িতে পাঠানো হচ্ছে। কনে পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত