Ajker Patrika

ফাতেমা রানির তীর্থোৎসব উদ্‌যাপন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৮: ১৬
ফাতেমা রানির তীর্থোৎসব উদ্‌যাপন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টান ধর্মপল্লিতে উদ্‌যাপিত হয়েছে ফাতেমা রানির তীর্থোৎসব। দুদিনব্যাপী উৎসব গতকাল শুক্রবার দুপুরে মূল প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়েছে।

‘ভ্রাতৃত্ব ও মিলন সমাজ গঠনে ফাতেমা রানি মা মারিয়া’ এই মূল সুরে তীর্থোৎসবে যোগ দেন ৩০ হাজারের বেশি দেশি-বিদেশি রোমান ক্যাথলিক খ্রিষ্টভক্ত।

উপজেলার বারোমারীতে ফাতেমা রানির তীর্থস্থানটি পর্তুগালের ফাতেমা নগরের আদলে ও অনুকরণে ১৯৯৮ সালে স্থাপিত হয়। সেই থেকেই ফাতেমা রাণীর করুণা ও দয়া লাভের আশায় অক্টোবর মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তীর্থযাত্রীরা সমবেত হচ্ছেন এই তীর্থোৎসবে।

গত বৃহস্পতিবার দুপুরে পুনর্মিলনী, পাপ স্বীকার এবং বিকেলে পবিত্র খ্রিষ্টযাগের মধ্য দিয়ে তীর্থ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে রাতে আলোক শোভাযাত্রা, আরাধ্য সাক্রান্তের আরাধনা, নিরাময় অনুষ্ঠান ও নিশি জাগরণের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের ধর্মীয় আচার অনুষ্ঠান।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খ্রিষ্টভক্তরা নিজেদের পাপ মোচনে মোম জ্বালিয়ে আলোর মিছিলে অংশ গ্রহণ করেন। এ সময় প্রায় ২ কিলোমিটার পাহাড়ি ক্রুশের পথ অতিক্রম শেষে মা-মারিয়ার প্রতিকৃতির সামনে সমবেত হয়ে ভক্তি শ্রদ্ধা জানিয়ে অকৃপণ সাহায্য প্রার্থনা করেন ক্যাথলিক ভক্তরা।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক (ডিসি) মোমিনুর রশীদ, জেলা পুলিশ সুপার (এসপি) হাসান নাহিদ চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল প্রমুখ।

করোনার কারণে গত দুই বছর এই উৎসব হয়েছে সীমিত পরিসরে। সে সময় হয়নি এই আলোক শোভাযাত্রা। তাই এ বছর শোভাযাত্রা ঘিরে ভক্তদের ছিল আলাদা আগ্রহ।

পরে গতকাল শুক্রবার সকালে জীবন্ত ক্রুশের পথ অতিক্রম ও মহাখ্রিষ্টযাগের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ২৪তম তীর্থোৎসবের সমাপ্তি ঘোষণা করেন ময়মনসিংহ খ্রিষ্টধর্ম প্রদেশের বিশপ পনেন পৌল কুবি সিএসসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত