Ajker Patrika

নিয়তির দিকে তাকিয়ে শ্রীরাম

রানা আব্বাস, ব্রিসবেন থেকে
নিয়তির দিকে তাকিয়ে শ্রীরাম

শ্রীধরন শ্রীরামের মুখে কয়েক দিনের বাসি দাড়ি। চেহারায় ভ্রমণক্লান্তি তো আছেই। গত এক মাসে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হওয়ার পর তীব্র চাপও কি তাঁর ওপর জেঁকে বসেছে?

আইপিএলে কাজ করেছেন। অস্ট্রেলিয়া দলে নিবিড়ভাবে কাজ করেছেন। বৈচিত্র্যে ভরা অস্ট্রেলিয়ার কন্ডিশন তাঁর হাতের তালুর মতো চেনা। যতই টি-টোয়েন্টি নিয়ে জ্ঞানভান্ডার সমৃদ্ধ হোক, গত এক মাসে শ্রীরাম হাড়ে হাড়ে বুঝেছেন বাংলাদেশ দলে কাজ করা কত চ্যালেঞ্জিং।

ব্রিসবেন আন্তর্জাতিক বিমানবন্দরের কফি শপে গতকাল সকালে যখন দেখা, শুকনো হাসিতে সৌজন্য বিনিময় করলেন। শুরুতে ক্রিকেট নিয়ে একেবারে ‘স্পিকটি নট’ হলেও আবহাওয়া নিয়ে জানতে চাইলে শ্রীরাম অস্ট্রেলিয়ার ভূগোল তুলে ধরলেন সানন্দেই, ‘বিশাল দেশ, সব রাজ্যে একরকম আবহাওয়া পাবেন না। হোবার্ট-মেলবোর্নে এখন কনকনে শীত, ব্রিসবেন বেশ উষ্ণ। উত্তরে একেবারে ট্রপিক্যাল আবহাওয়া, অনেকটা মালয়েশিয়া-ইন্দোনেশিয়ার মতো। দেশটার বেশিরভাগ মানুষের বাস উপকূলীয় অঞ্চলে। মাঝে বিস্তৃত বিরানভূমি।’

ক্রিকেটের সঙ্গে ভূগোল-আবহাওয়া-পরিবেশের ঘনিষ্ঠ যোগ। এমন বিচিত্র কন্ডিশনের সঙ্গে বাংলাদেশ কীভাবে মানিয়ে নেবে? দলের বেশিরভাগ খেলোয়াড়ের যেখানে অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা নেই। এমনকি বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি খেলতে এল স্যার ডন ব্র্যাডম্যানের দেশে। এখানে বাংলাদেশ কি অন্তত একটা ম্যাচও জেতার আশা করতে পারে?

কঠিন প্রশ্নে শ্রীরাম হাসেন আর ওপরে হাত তুলে দেখান। যেটির অর্থ, ‘ওপরওয়ালা জানেন’। টুর্নামেন্টে বাংলাদেশের আশা-সম্ভাবনা নিয়ে যে প্রশ্নই করা হোক, হাত দিয়ে সেই একই ইঙ্গিত। সবই নিয়তির ওপর ছেড়ে দিলে বাংলাদেশ দলের কোনো আত্মবিশ্বাসই কি তবে নেই? এবার শ্রীরাম বলেন, ‘আমরা একটা দল দাঁড় করিয়ে ফেলেছি। এখন  আমাদের সবার সমর্থন দরকার।’

বিমানবন্দর থেকে বেরিয়ে টিম বাসে ওঠার আগে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের অনুরোধে শ্রীরাম অবশ্য আনুষ্ঠানিকভাবে কথা বললেন উপস্থিত বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের সঙ্গে। সেখানেই শ্রীরাম জানালেন, বাংলাদেশ সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে টানা হারলেও তাঁরা অনেক কিছু শিখেছেন।

যেহেতু অস্ট্রেলিয়ায় লম্বা সময়ে কাজ করেছেন, মাঠ সম্পর্কেও পরিষ্কার ধারণা শ্রীরামের, ‘মাঠগুলো বড়, বোলারদের ভুল করার সুযোগ কম থাকবে। ব্রিসবেন মাঠের বাউন্ডারি চারকোনা, সিডনি অনেক বড় মাঠ, অ্যাডিলেডের সোজা বাউন্ডারি বড়। আমাদের মাঠের সীমানার ও কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। তবে মাঠের আকার বোলারদের একটু হলেও স্বস্তি দেবে।’

প্রস্তুতি নিতে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলে এসেছে বাংলাদেশ। তৈরি হওয়ার সুযোগ অস্ট্রেলিয়ায়ও পাচ্ছেন সাকিবরা। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের অভিযান শুরু হবে আরও এক সপ্তাহ পরে, হোবার্টে। তার আগে ব্রিসবেনে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হবে কাল। গতকাল বিশ্রামে থাকা বাংলাদেশ অনুশীলন শুরু করবে আজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত