Ajker Patrika

‘সরকার শিক্ষার মান উন্নত করতে চায়’

রংপুর প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৫: ০০
‘সরকার শিক্ষার মান উন্নত করতে চায়’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার শিক্ষার মান উন্নত করতে বদ্ধপরিকর। উচ্চ শিক্ষায় শিক্ষিতদের এমনভাবে তৈরি করতে হবে যেন তাঁরা নিজেদের কর্মসংস্থান করতে পারেন। তাঁরা শুধু সনদধারী শিক্ষিত হোক, সেটা কাম্য নয়।

গতকাল শনিবার দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘উচ্চ শিক্ষা নিয়ে যাঁরা বের হচ্ছেন তাঁদের মধ্যে কতজনের কর্মসংস্থান হচ্ছে সেটাই জরুরি। এ জন্য শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে। যেন তাঁরা দেশে-বিদেশে দক্ষ মানুষ হিসেবে কাজ করতে পারেন। শিক্ষার্থীরা দক্ষ ও যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, এটি আমাদের প্রত্যাশা।’

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমরা চাই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণা হোক। সেখানে উদ্ভাবন নিয়ে কাজ হোক। আপনারা উদ্যোক্তা তৈরি করবেন, সেটি আমরা চাই। দক্ষ ও যোগ্য মানুষের পাশাপাশি মানবিক মানুষ গঠন করতে হবে। সেই সুনাগরিক গড়ার জন্য আপনারা কাজ করছেন।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহানাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত