Ajker Patrika

দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব’

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৮: ৩৪
দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব’

নাট্যাচার্য সেলিম আল দীনের ১৪তম প্রয়াণবার্ষিকী আজ। তাঁর স্মরণে নাট্যসংগঠন স্বপ্নদল আজ ও আগামীকাল অনলাইন ও মঞ্চে আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব ২০২২’। নাট্যাচার্যের জন্ম ও প্রয়াণদিবস স্মরণে স্বপ্নদলের নিয়মিত উৎসব-আয়োজনের ২৫তম এই আসরের স্লোগান ‘ঐতিহ্য-রবীন্দ্রনাথ-সেলিম আল দীন, বাঙালির নাট্যযাত্রায় প্রেরণা রঙিন’।

আজ উৎসবের প্রথম দিনে সকাল ১০টায় থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদলের স্মরণ-শোভাযাত্রাসহ নাট্যাচার্যের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ। রাত ১০টায় ফেসবুক লাইভে নাট্যাচার্যের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ ‘রবীন্দ্রনাথ-সেলিম আল দীনের নাট্যদর্শন ও বাঙলা নাট্যরীতি’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান। মূল বক্তব্য উপস্থাপন করবেন স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন। আতাউর রহমানের সভাপতিত্বে এতে আলোচনা করবেন নাসির উদ্দীন ইউসুফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুন, গ্রাম থিয়েটারের ঢাকা বিভাগীয় সমন্বয়কারী কামরুল হাসান খান প্রমুখ। সঞ্চালনা করবেন স্বপ্নদলের জ্যেষ্ঠ সদস্য জুয়েনা শবনম ও শিশির সিকদার। লাইভ ওয়েবিনারটি সম্প্রচার হবে জাহিদ রিপনের ফেসবুক আইডি থেকে।

আগামীকাল উৎসবের দ্বিতীয় দিনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে থাকছে স্বপ্নদলের প্রযোজনা ও জাহিদ রিপনের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র প্রদর্শনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত