Ajker Patrika

টাকার বিনিময়ে চাকরির প্রলোভন, গ্রেপ্তার ৪

শাপলা খন্দকার, বগুড়া
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৪: ০৭
টাকার বিনিময়ে চাকরির প্রলোভন, গ্রেপ্তার ৪

সাত লাখ টাকার বিনিময়ে সরকারি এক হাসপাতালের ওয়ার্ডবয়ের চাকরি নিতে চেয়েছিলেন। চাকরি পাওয়ার আশ্বাসে দুই ব্যক্তির হাতে তুলে দেন ঘুষের টাকা। পরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশে অভিযোগ দেন যশোর জেলার বাঘারপাড়া থানার তৈলকুপ গ্রামের বাসিন্দা সবুজ হোসেন (২৩)।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চার প্রতারককে পুলিশ গ্রেপ্তার করেছে।

সবুজ বলেন, সাত লাখ টাকা দিলে চাকরি হবে, এই আশ্বাসে ১৩ ফেব্রুয়ারি শজিমেক হাসপাতালের একটি ওয়ার্ডে চাকরিতে যোগদান করেন তিনি। যদিও সেই যোগদান ছিল সাজানো নাটক। ডিউটির নামে এক সপ্তাহ তাঁকে একটি ওয়ার্ডে নিয়ে ঘোরানো হয়। চাকরি হয়েছে ভেবে এরপর সাত লাখ টাকা তুলে দেন আব্দুর রাজ্জাক ও নুরুজ্জামান সজল নামের দুই ব্যক্তির হাতে। এই দুজন নিজেদের হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বলে পরিচয় দিয়েছিলেন। এভাবে আরও দুদিন ডিউটি করেন তিনি। ৮ মার্চ নিয়োগপত্র এবং আইডি কার্ড পাওয়ার কথা ছিল সবুজের। কিন্তু এরই মধ্যে ঘটে বিপত্তি। ছুটি কাটিয়ে ২২ ফেব্রুয়ারি ওয়ার্ডে ফেরেন ওয়ার্ড ইনচার্জ। তিনি সবুজকে দেখে অবাক হন। সব শুনে তিনি বলেন, সবুজ নামের কাউকে এই ওয়ার্ডে চাকরি দেওয়া হয়নি।

সবুজের মামাতো ভাই মাহমুদুর রহমান বলেন, তাঁরা দুজন খোঁজ নিয়ে দেখেন, রাজ্জাক ও নুরুজ্জামান নামের কোনো প্রশাসনিক কর্মকর্তা নেই শজিমেক হাসপাতালে। তাঁরা বুঝতে পারেন, তাঁরা প্রতারিত হয়েছেন। কথিত চাকরিদাতাদের ফোন নম্বরে কল দিয়ে সেটি বন্ধ পান তাঁরা। অবশেষে গত মঙ্গলবার তাঁরা দ্বারস্থ হন বগুড়া পুলিশের। অভিযোগ পাওয়ার দুই দিন পর গতকাল বৃহস্পতিবার প্রতারক দলের চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া জেলার গাবতলীর চক কাতুলী গ্রামের আব্দুর রাজ্জাক আফজাল, কলেজপাড়া গ্রামের নুরুজ্জামান সজল, সদর উপজেলার কদিমপাড়া গ্রামের লুৎফর রহমান মালেক ও ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মলানকুড়ি গ্রামের সাদেকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলা সদর এবং গাবতলী উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ভূমি অফিসে চাকরির একটি ভুয়া নিয়োগপত্র, সোনালী ব্যাংকের ঢাকার মতিঝিল শাখার ১টি ভুয়া সিল এবং বগুড়ার গাবতলী উপজেলার ভূমি অফিসে হাজিরার ভুয়া রেজিস্টার খাতা উদ্ধার করা হয়।

সবুজ হোসেন যশোর জেলার বাঘারপাড়া থানার তৈলকুপ গ্রামের বাসিন্দা। কৃষক বাবার ছেলে সবুজ সম্প্রতি উচ্চমাধ্যমিক পাস করেছেন। সবুজের মামাতো ভাই মাহমুদুর রহমান একজন গার্মেন্টস ব্যবসায়ী। তাঁর কারখানা গাজীপুরে।

কয়েক মাস আগে মাহমুদুরের বন্ধুদের সঙ্গে তাঁর কারখানায় আসেন লুৎফর রহমান এবং সাদেকুল ইসলাম নামের দুই ব্যক্তি। তাঁরা নিজেদের ঢাকা বক্ষব্যাধি হাসপাতালের ওয়ার্ড ইনচার্জ হিসেবে পরিচয় দেন। আলাপ-আলোচনার একপর্যায়ে বলেন, শজিমেক হাসপাতালে ওয়ার্ডবয় নেওয়া হবে। আপনার কাছে কোনো চাকরিপ্রার্থীর খোঁজ থাকলে জানাবেন। টাকা দিলে চাকরি হবে। মাহমুদুর তখন তাঁর ফুফাতো ভাই সবুজের কথা বলেন তাঁদের।

শজিমেক হাসপাতালের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, ‘এই হাসপাতালে বক্ষব্যাধি ওয়ার্ড নামের কোনো ওয়ার্ড নেই। কোন ওয়ার্ডে নিয়ে গিয়ে প্রতারকেরা এসব করেছে, তা আমার জানা নেই।’

এদিকে গতকাল দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে প্রতারণার একাধিক প্রমাণ পাওয়া গেলেও এ ঘটনায় শজিমেক হাসপাতালের কোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা এখনো খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার চারজন সাধারণ মানুষকে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিতেন। তাঁরা সবাই একটি ভুয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, অভিযুক্ত আব্দুর রাজ্জাক বিআইডব্লিউটিএতে অস্থায়ীভাবে মার্ক ম্যানের চাকরি করতেন। ২০২০ সালে তাঁর চাকরি চলে যায় ৷ এরপর সাদেকুল ও রাজ্জাক মিলে সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে ভুয়া নিয়োগপত্র তৈরির কাজ শুরু করেন। পরবর্তী সময়ে তাঁরা একট সংঘবদ্ধ চক্র গড়ে তোলেন। তখন নুরুজ্জামান সজল ও লুৎফর রহমান তাঁদের সঙ্গে যোগ দেন। এভাবে তাঁরা প্রতারণার জন্য একটি শক্তিশালী চক্র গড়ে তোলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, প্রতারণার শিকার সবুজ ১৫ মার্চ পুলিশ সুপারের কাছে মৌখিক অভিযোগ জানান। এরপরেই ডিবি পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেন। গতকাল বৃহস্পতিবার মাহমুদুর বাদী হয়ে মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত