Ajker Patrika

জন্মদিনে ফারুকের বার্তা আমি ভালো আছি, শিগগিরই দেশে ফিরব

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০১: ৫৬
জন্মদিনে ফারুকের বার্তা আমি ভালো আছি, শিগগিরই দেশে ফিরব

আজ কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের জন্মদিন। বরেণ্য এ অভিনেতা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। জন্মদিন উপলক্ষে এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন তিনি। ফারুক বলেন, ‘আমার জন্মদিনে দেশবাসীকে শুভেচ্ছা জানাই। সবার কাছে আমার অনুরোধ, গুজবে কান দেবেন না। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ইনশা আল্লাহ, আমি শিগগিরই দেশে ফিরব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ফারুক। সেই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো হৃদয়বান মানুষ দেশের জন্য খুবই প্রয়োজন। দেশের মানুষের ভালোবাসা কোনো দিন ভুলব না। দেশের প্রতিটি মানুষের কাছে আমি দোয়া চাই যেন খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারি।’

ফারুক এখন আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। তাঁর জন্য দোয়া চেয়েছেন স্ত্রী ফারহানা পাঠান। তিনি জানান, ফারুকের শারীরিক অবস্থার তথ্য পরিবারের পক্ষ থেকেই জানানো হবে। কাউকে নিজ দায়িত্বে মনগড়া খবর না ছড়ানোর অনুরোধ জানান তিনি।

প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

গত বছরের ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান ফারুক। শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখানে অবস্থান করেই চিকিৎসা নিতে থাকেন তিনি। এর মধ্যে আইসিইউতে ছিলেন দীর্ঘদিন।

১৯৪৮ সালে মানিকগঞ্জের ঘিওরে ফারুকের জন্ম। ১৯৭১ সালে প্রথম অভিনয় করেন ‘জলছবি’ চলচ্চিত্রে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত