এ যেন অবিকল রবীন্দ্রনাথ ঠাকুর! এক মাথা পাকা চুল, গালভর্তি সাদা দাড়ি। পরনে কালো পোশাক। সাদাকালো ছবিতে উজ্জ্বল কবিগুরু। ছবি দেখে বোঝার উপায় নেই, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নয়, উনি আসলে রবীন্দ্রবেশী অনুপম খের। গতকাল সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সবাইকে চমকে দেন এ বলিউড অভিনেতা। নিজের পোশাক, সাজসজ্জায় রবীন্দ্রনাথকে নিখুঁতভাবে তুলে ধরেছেন অনুপম। নতুন লুক প্রকাশ করে অনুপম জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
তবে সিনেমার কী নাম, কে পরিচালনা করবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণাঢ্য জীবনের কোন অংশটি পর্দায় তুলে ধরা হবে—কিছুই জানাননি অনুপম খের। সঠিক সময়ে বিস্তারিত জানানোর আশ্বাস দিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ৫৩৮তম প্রজেক্টে গুরুদেবের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। আমি গর্বিত, পুলকিত। সঠিক সময়ে সবটা জানাব।’
রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নিজের আগ্রহের কথা বিভিন্ন সময়ে প্রকাশ করেছেন অনুপম খের। গত মার্চ মাসে পশ্চিমবঙ্গ সফরে গিয়ে শান্তিনিকেতনেও পা রেখেছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে মুগ্ধ হয়েছিলেন অভিনেতা। প্রশংসা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবর্তিত শিক্ষাব্যবস্থার। এমনকি, শিক্ষার্থীদের সঙ্গে রবীন্দ্রসংগীতে কণ্ঠ মেলাতে দেখা গিয়েছিল তাঁকে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে তাঁর লুকটি প্রকাশের পর সবাই বলছেন, এ চরিত্রে তিনিই যোগ্য অভিনেতা।
এর আগে ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম। এ ছাড়া দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এমন অনেক কাজ উপহার দিয়েছেন তিনি, যা তাঁকে দিয়েছে ভার্সেটাইল অভিনেতার তকমা। এবার রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে দর্শকের মন কতটা জয় করতে পারেন অনুপম, সেদিকে নজর থাকবে সবার।
এ যেন অবিকল রবীন্দ্রনাথ ঠাকুর! এক মাথা পাকা চুল, গালভর্তি সাদা দাড়ি। পরনে কালো পোশাক। সাদাকালো ছবিতে উজ্জ্বল কবিগুরু। ছবি দেখে বোঝার উপায় নেই, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নয়, উনি আসলে রবীন্দ্রবেশী অনুপম খের। গতকাল সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সবাইকে চমকে দেন এ বলিউড অভিনেতা। নিজের পোশাক, সাজসজ্জায় রবীন্দ্রনাথকে নিখুঁতভাবে তুলে ধরেছেন অনুপম। নতুন লুক প্রকাশ করে অনুপম জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
তবে সিনেমার কী নাম, কে পরিচালনা করবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণাঢ্য জীবনের কোন অংশটি পর্দায় তুলে ধরা হবে—কিছুই জানাননি অনুপম খের। সঠিক সময়ে বিস্তারিত জানানোর আশ্বাস দিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ৫৩৮তম প্রজেক্টে গুরুদেবের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। আমি গর্বিত, পুলকিত। সঠিক সময়ে সবটা জানাব।’
রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নিজের আগ্রহের কথা বিভিন্ন সময়ে প্রকাশ করেছেন অনুপম খের। গত মার্চ মাসে পশ্চিমবঙ্গ সফরে গিয়ে শান্তিনিকেতনেও পা রেখেছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে মুগ্ধ হয়েছিলেন অভিনেতা। প্রশংসা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবর্তিত শিক্ষাব্যবস্থার। এমনকি, শিক্ষার্থীদের সঙ্গে রবীন্দ্রসংগীতে কণ্ঠ মেলাতে দেখা গিয়েছিল তাঁকে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে তাঁর লুকটি প্রকাশের পর সবাই বলছেন, এ চরিত্রে তিনিই যোগ্য অভিনেতা।
এর আগে ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম। এ ছাড়া দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এমন অনেক কাজ উপহার দিয়েছেন তিনি, যা তাঁকে দিয়েছে ভার্সেটাইল অভিনেতার তকমা। এবার রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে দর্শকের মন কতটা জয় করতে পারেন অনুপম, সেদিকে নজর থাকবে সবার।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫