সম্পাদকীয়
অধ্যাপক মো. আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার কয়েক মাস পরেই বিপদে পড়লেন। রমজান মাসের ছুটি চলছে। এ সময়টাকে কাজে লাগালে পড়াশোনাটা ভালো হয়। নিরবচ্ছিন্ন গবেষণার জন্য ছুটির সময় লাইব্রেরি ওয়ার্ক করা গেলে কাজ অনেকটা এগিয়ে যায়। দেশের বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলোর কথা জানতেন তিনি এবং যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, সেসব জায়গায় দেখেছেন, শনি-রবিবার ছুটির দিনেও লাইব্রেরি খোলা থাকে। বিশ্ববিদ্যালয় খোলা কি বন্ধ, তার সঙ্গে লাইব্রেরির কোনো সম্পর্ক নেই। যেকোনো দিন ছাত্র বা শিক্ষক যেন লাইব্রেরি ব্যবহার করতে পারেন, সেই সুযোগ ছিল তাঁদের।
কিন্তু সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ব্যবহার করতে গিয়ে তিনি দেখলেন পুরো রমজান মাসই লাইব্রেরি বন্ধ! এটা শিক্ষকেরাও মেনে নিয়েছিলেন। নিজেদের গবেষণার কাজ তাঁরা নিজেরাই নিজেদের মতো করে নিতেন।
রমজানেই একদিন আনিসুর রহমান দেখলেন উপাচার্যের অফিস খোলা। উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরী তাঁর দপ্তরে কাজ করছেন।
অধ্যাপক আনিসুর রহমান উপাচার্যের ঘরে ঢুকে বললেন, ‘স্যার, এই যে আপনি কাজ করছেন, অথচ আমি কাজ করতে পারছি না!’
উপাচার্য অবাক হয়ে বললেন, ‘কী বললেন?’
আনিসুর রহমান বললেন, ‘স্যার, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বন্ধ। আমি আমার কাজ করতে পারছি না।’
উপাচার্য অবাক হয়েই বললেন, ‘আপনি দয়া করে একটু বসবেন?’
আনিসুর রহমান বসলেন। উপাচার্য তাঁকে বললেন, ‘আপনি যে কথাটা বললেন, সেটা আরেকবার বলবেন কি?’
আনিসুর রহমান এবার অবাক হলেন। পুনরাবৃত্তি করলেন। উপাচার্য বললেন, ‘এত দিন আমি এখানে ভাইস চ্যান্সেলর, কিন্তু কেউ আমাকে এ কথা কখনো বলেননি। আপনি একদিন আমার এই ঘরে সারা দিন বসে থাকুন, দেখবেন কত রকম দাবি-দাওয়া নিয়ে শিক্ষকেরা আসে। কিন্তু ছুটির দিন লাইব্রেরি খোলা চান, এমন কাউকেই তো দেখিনি!’
এরপর অবশ্য সমস্যার সমাধান হয়েছিল। এই ঘটনার পর ছুটিতে একজন স্কেলিটন স্টাফ রেখে উপাচার্য লাইব্রেরি খুলিয়েছিলেন।
সূত্র: মো. আনিসুর রহমান, পথে যা পেয়েছি, পৃষ্ঠা ৭৯-৮০
অধ্যাপক মো. আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার কয়েক মাস পরেই বিপদে পড়লেন। রমজান মাসের ছুটি চলছে। এ সময়টাকে কাজে লাগালে পড়াশোনাটা ভালো হয়। নিরবচ্ছিন্ন গবেষণার জন্য ছুটির সময় লাইব্রেরি ওয়ার্ক করা গেলে কাজ অনেকটা এগিয়ে যায়। দেশের বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলোর কথা জানতেন তিনি এবং যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, সেসব জায়গায় দেখেছেন, শনি-রবিবার ছুটির দিনেও লাইব্রেরি খোলা থাকে। বিশ্ববিদ্যালয় খোলা কি বন্ধ, তার সঙ্গে লাইব্রেরির কোনো সম্পর্ক নেই। যেকোনো দিন ছাত্র বা শিক্ষক যেন লাইব্রেরি ব্যবহার করতে পারেন, সেই সুযোগ ছিল তাঁদের।
কিন্তু সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ব্যবহার করতে গিয়ে তিনি দেখলেন পুরো রমজান মাসই লাইব্রেরি বন্ধ! এটা শিক্ষকেরাও মেনে নিয়েছিলেন। নিজেদের গবেষণার কাজ তাঁরা নিজেরাই নিজেদের মতো করে নিতেন।
রমজানেই একদিন আনিসুর রহমান দেখলেন উপাচার্যের অফিস খোলা। উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরী তাঁর দপ্তরে কাজ করছেন।
অধ্যাপক আনিসুর রহমান উপাচার্যের ঘরে ঢুকে বললেন, ‘স্যার, এই যে আপনি কাজ করছেন, অথচ আমি কাজ করতে পারছি না!’
উপাচার্য অবাক হয়ে বললেন, ‘কী বললেন?’
আনিসুর রহমান বললেন, ‘স্যার, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বন্ধ। আমি আমার কাজ করতে পারছি না।’
উপাচার্য অবাক হয়েই বললেন, ‘আপনি দয়া করে একটু বসবেন?’
আনিসুর রহমান বসলেন। উপাচার্য তাঁকে বললেন, ‘আপনি যে কথাটা বললেন, সেটা আরেকবার বলবেন কি?’
আনিসুর রহমান এবার অবাক হলেন। পুনরাবৃত্তি করলেন। উপাচার্য বললেন, ‘এত দিন আমি এখানে ভাইস চ্যান্সেলর, কিন্তু কেউ আমাকে এ কথা কখনো বলেননি। আপনি একদিন আমার এই ঘরে সারা দিন বসে থাকুন, দেখবেন কত রকম দাবি-দাওয়া নিয়ে শিক্ষকেরা আসে। কিন্তু ছুটির দিন লাইব্রেরি খোলা চান, এমন কাউকেই তো দেখিনি!’
এরপর অবশ্য সমস্যার সমাধান হয়েছিল। এই ঘটনার পর ছুটিতে একজন স্কেলিটন স্টাফ রেখে উপাচার্য লাইব্রেরি খুলিয়েছিলেন।
সূত্র: মো. আনিসুর রহমান, পথে যা পেয়েছি, পৃষ্ঠা ৭৯-৮০
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫