Ajker Patrika

কৃষক নেতা লস্করের ১২তম মৃত্যুবার্ষিকী পালন

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১০: ৫৫
কৃষক নেতা লস্করের ১২তম মৃত্যুবার্ষিকী পালন

সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সাইফুল্লাহ লস্করের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত রোববার বিকেল ৪টায় উপজেলার খলিশাখালীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

ভূমিহীন নেতা গোলাপ ঢালীর সভাপতিত্বে এবং আবুল হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন খলিশাখালী ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আনারুল ইসলাম, সহসভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আনিছুর রহমান, সুনীল স্বর্ণকার, নারীনেত্রী মমতাজ বেগম, এবাদুল ইসলাম, শাহাদাত হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘বিগত ২০০৯ সালের ৫ ডিসেম্বর রাতে সাতক্ষীরায় ভূমিহীন আন্দোলনের নেতা সাইফুল্লাহ লস্কারকে শ্বাসরোধে হত্যা করা হয়। কৃষক নেতা সাইফুল্লাহ লস্কর হত্যার ১১ বছর পার হলেও এখনো হত্যাকারীদের পুলিশ গ্রেপ্তার করেনি ও মামলার কোনো সন্তোষজনক পদক্ষেপ নেই।’

বক্তারা আরও বলেন, ‘বিভিন্ন সময় স্থানীয় প্রভাবশালী ও ভূমিদস্যুরা খলিশাখালীসহ জেলার হাজার হাজার একর খাসজমি দখল করে। কৃষক নেতা সাইফুল্লাহ লস্কর সাতক্ষীরায় ভূমিহীন মানুষের আবাসনের জন্য খাসজমি তাঁদের মাঝে বিতরণের দাবি তোলেন। তাঁদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন। সাইফুল্লাহ লস্কর তাঁর সারা জীবনের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথ দেখিয়েছেন।’

বক্তারা অবিলম্বে এই কৃষক নেতার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত