Ajker Patrika

কালিয়াকৈরে সাধারণ ছুটি রোববার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১২: ০৯
কালিয়াকৈরে সাধারণ ছুটি রোববার

কালিয়াকৈরে সাধারণ ছুটি ঘোষণা করতে নির্দেশনা দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার এ নির্দেশনা দেন তিনি। কালিয়াকৈর পৌরসভা ও উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নির্দেশনায় গাজীপুর জেলা প্রশাসক এ নির্দেশনা দেন। ডিসির স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ইসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অষ্টম ধাপে কালিয়াকৈরে পৌরসভা ও তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন রোববার অনুষ্ঠিত হবে। কালিয়াকৈর উপজেলা অত্যন্ত ঘনবসতিপূর্ণ শিল্প প্রধান এলাকা।

নির্দেশনায় বলা হয়, এখানে গড়ে ওঠা প্রায় ৩৫০টি শিল্প প্রতিষ্ঠানে ৮ লক্ষাধিক শ্রমিক কর্মরত রয়েছে এবং ১৮ লাখের বেশি লোকের বসবাস। তাই নির্বাচন অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণের দিন কালিয়াকৈর পৌরসভা ও সাতটি ইউনিয়ন পরিষদ এলাকায় সরকারি-বেসরকারি অফিস, বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক নির্দেশনা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত