Ajker Patrika

জামাতে নামাজ আদায়ের গুরুত্ব

ড. এ এন এম মাসউদুর রহমান
জামাতে নামাজ আদায়ের গুরুত্ব

নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা যায়। কিন্তু এ নামাজ একাকী পড়লে, তা পরিপূর্ণ হয় না। নামাজ আদায় করতে হয় জামাতের সঙ্গে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো।’ (সুরা বাকারা: ৪৩) 
এই আয়াত থেকে বোঝা যায়, জামাতে নামাজ আদায় করা আবশ্যক।

জামাতে নামাজ আদায়ের ব্যাপারে অনেক হাদিসও বর্ণিত হয়েছে। মহানবী (সা.) বলেন, ‘একাকী আদায় করা নামাজের চেয়ে জামাতে আদায় করা নামাজের ফজিলত সাতাশ গুণ বেশি।’ (বুখারি) তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি জামাতে এশার নামাজ আদায় করলো, সে অর্ধরাত পর্যন্ত নামাজ আদায় করলো। আর যে ফজরের নামাজ জামাতে আদায় করলো, সে সারা রাত জেগে নামাজ আদায় করলো।’ (মুসলিম) 
অন্য হাদিসে এসেছে, ‘একজন ব্যক্তির সঙ্গে নামাজ আদায় করা, একাকী নামাজ আদায় করার চেয়ে উত্তম।

দুজন ব্যক্তির সঙ্গে নামাজ আদায় করা, একজন ব্যক্তির সঙ্গে নামাজ আদায়ের চেয়ে উত্তম। এ সংখ্যা যতই বাড়বে, ততই আল্লাহর পছন্দনীয় হবে।’ (নাসায়ি) 
যাঁরা জামাতে নামাজ আদায় করেন না তাঁদের প্রতি স্বয়ং মহানবী (সা.) খুবই অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মন চায় কাউকে নামাজের ইমামতির দায়িত্ব দিয়ে কিছু লোক সঙ্গে নিয়ে জ্বালানি কাঠের বোঝাসহ তাদের বাড়িতে যাই এবং তাদের বাড়িঘরগুলো জ্বালিয়ে দেই।’ (মুসলিম) 
মহানবী (সা.)-এর জীবনী পর্যালোচনা করলে আমরা জানতে পারি, তিনি কখনো জামাত ছাড়া নামাজ আদায় করেননি। এমনকি অসুস্থ হলে দুজন সাহাবির ঘাড়ে ভর করে তিনি মসজিদে হাজির হয়েছেন। তাই জামাতে নামাজ আদায়ের গুরুত্ব অপরিসীম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত