Ajker Patrika

নিষেধাজ্ঞা অমান্য করে ভবন

অভয়নগর প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১১: ৫৪
নিষেধাজ্ঞা অমান্য করে ভবন

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার অনুমোদন না নিয়ে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, নওয়াপাড়া পৌরসভার পক্ষ থেকে নির্মাণকারী ভবন মালিককে কাজ বন্ধের নোটিশ দিলেও নির্মাণকাজ বন্ধ হয়নি।

নির্মাণাধীন ওই ভবনটির পাশেই রয়েছে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার মৃত মহিউদ্দিন আকুঞ্জীর ছেলে নওয়াপাড়া আমিনুর ইসলাম খোকন তাঁর ঝুঁকিপূর্ণ একতলা ভবনের ওপর তিনতলা ভবন নির্মাণের কাজ করছেন। কয়েক দিন আগে এ বিষয়ে প্রতিবেশীরা নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে ১২ ডিসেম্বর নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম ‘ঝুঁকিপূর্ণ স্থাপনার নির্মাণকাজ বন্ধ করে নির্মাণসামগ্রী অপসারণ করার জন্য একটি নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ৬৭২ নম্বর হোল্ডিং-এ অবস্থিত ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমানে একতলা ওই ভবনটির ওপরে অতিরিক্ত যে ভবন নির্মাণের কাজ চলছে তা বন্ধ করতে হবে এবং ১৫ দিনের মধ্যে নির্মাণ সামগ্রী অপসারণ করতে হবে।

গত সোমবার দুপুরে নির্মাণাধীন ওই ভবনে গিয়ে দেখা গেছে, নির্মাণাধীন ভবনটি যশোর-খুলনা মহাসড়কের সঙ্গেই। আমিনুর ইসলাম খোকন তাঁর ভবনের তিনতলায় রাজমিস্ত্রি দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন দ্বিতীয় তলার নির্মাণকাজ।

এ বিষয়ে ভবন মালিক আমিনুর ইসলাম খোকন বলেন, ‘নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষের নোটিশ পেয়েছি। পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান থাকতে ভবন নির্মাণের মৌখিক অনুমতি নিয়েছিলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত