Ajker Patrika

দুর্নীতিবিরোধী সচেতনতায় আলোচনা সভা, মানববন্ধন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৪: ২৮
দুর্নীতিবিরোধী সচেতনতায় আলোচনা সভা, মানববন্ধন

‘আপনার অধিকার, আপনার দায়িত্ব, দুর্নীতিকে না বলুন’ স্লোগানে সারা দেশের মতো রংপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

রংপুর: গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর টাউন হল মাঠে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধন শেষে টাউন হলের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে টাউন হল অডিটোরিয়ামে জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ, দুদক রংপুরের পরিচালক আব্দুল করিম, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, দুদক রংপুরের সভাপতি সুশান্ত চন্দ্র খা প্রমুখ।

আলোচনা সভা শেষে সচেতনতামূলক সংগীত পরিবেশন এবং নগরীর জনসমাগম এলাকায় সচেতনতামূলক দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

গঙ্গাচড়া: গতকাল দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাদশা, সদস্য মতিয়ার রহমান, আব্দুল আলীম প্রামাণিক প্রমুখ।

বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিনিধিরা তাঁদের নিজস্ব ব্যানারে দিবসটির সব আয়োজনে অংশগ্রহণ করেন।

পীরগাছা: এ উপলক্ষে গতকাল উপজেলা শাপলা চত্বরে মানববন্ধন এবং পীরগাছা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব লুলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি প্রভাষক রফিকুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক এনামুল হক, সদস্য আছিয়া বেগম, রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ জয়নুল আবেদীন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত