Ajker Patrika

১২ বছর ইংরেজি পড়েও ভাষাটা শেখা হলো না!

সাকিব বিন রশীদ, কনসালট্যান্ট, টেন মিনিট স্কুল
১২ বছর ইংরেজি পড়েও ভাষাটা শেখা হলো না!

আমাদের স্কুল-কলেজে ইংরেজিকে একটা সাবজেক্ট হিসেবে পড়ানো হয়; ভাষা হিসেবে পড়ানো হয় না। ভাষা হিসেবে ইংরেজিকে অনুশীলন বা চর্চা করানো হয় না। সিলেবাস শেষ করার দিকে যে ঝোঁকটা আছে, সেটার ব্যবহারিক দিকটি প্রয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা হয় না। এ কারণে ১২ বছর পাঠ্য হিসেবে ইংরেজি পড়া সত্ত্বেও ইংরেজি ভাষাটা শেখা হয়ে ওঠে না। 

আমাদের একদম প্রান্তিক অঞ্চলে, উপজেলা, গ্রাম বা মফস্বলে মানসম্মত ইংরেজি শিক্ষকের অভাব রয়েছে। যারা ইংরেজি শিক্ষক আছেন, তাদের আধুনিক শিখন-শিক্ষণ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণের অভাব রয়েছে। এ বিষয়গুলো যদি ঠিক করা যায়, ইংরেজিকে আরও ব্যবহারিক, প্রায়োগিকভাবে শেখানো যায়, তাহলে ইংরেজিকে ভাষা হিসেবে ছেলেমেয়েরা শিখতে পারবে এবং সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে ও লিখতে পারবে তারা।

চারটি জিনিস খুবই জরুরি
ইংরেজি ভাষার ক্ষেত্রে আপনি যদি এই চারটা জিনিস শেখেন, নিয়মিত চর্চা করেন, তাহলে আপনার ভাষা শেখাটা যথার্থ হবে। আমি আমার নিজের উদাহরণ দিই। ছোটবেলা থেকে আমি ক্রিকেট ধারাভাষ্য শুনেছি, ইংরেজি সিনেমার সংলাপ শুনেছি, তখন ওই শোনার অভ্যাসটা হয়েছে এবং শুনে শুনে জিনিসটা বুঝতে পেরেছি একেকটা বাক্যের মানে কী, অ্যাক্টিভিটির সঙ্গে মিলিয়ে দেখেছি সিনেমার নায়ক কী বলছে এবং মিলিয়ে মিলিয়ে বোঝার চেষ্টা করেছি প্রত্যেকটা কথা ও প্রত্যেকটা ভাষার মানে কী। এর পাশাপাশি নিজেকেও বলতে হবে। আমি বিতর্ক করার সময় বা পাবলিক স্পিকিং করার সময় ইংরেজি বলার প্র্যাকটিস করেছি। ছোটবেলা থেকেই paragraph, essay-সহ অনেক কিছু ইংরেজিতে নিজে নিজে লেখার চেষ্টা করেছি। সর্বশেষ, পড়ার অভ্যাসটা খুবই জরুরি। অনেক বই পড়তে হয়, অনেক নিউজপেপার পড়তে হয়, যতটুকু সম্ভব প্রতিদিন একটু একটু করে পড়লেও পড়ার অভ্যাসটা চালিয়ে যেতে হবে। এই চারটি জিনিস নিয়মিত চর্চা করতে পারেন, তাহলে আপনি নিশ্চয়ই ইংরেজি ভাষা শিখতে পারবেন।

প্রয়োজন সমৃদ্ধ শব্দভান্ডার
ইংরেজি লেখার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ভালো শব্দ খুঁজে না পাওয়া কিংবা ব্যাকরণগত বিভিন্ন ভুলভ্রান্তি হয়ে যাওয়া। এটা যতটুকু আপনি লিখতে চান, ততটুকু না পড়েন তাহলে হবে না। তাই তো আগে পড়তে হবে, পড়লে শব্দভান্ডার সমৃদ্ধ হবে। লেখার অনুশীলনের জন্য পড়ার অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ।

শিখতে হবে কনটেক্সটসহ 
পত্রিকা পড়া, জার্নাল পড়া বা কোনো আর্টিকেল পড়া—এটা ইংরেজি ভাষা শেখার জন্য চমৎকার একটা পদ্ধতি হতে পারে। আপনি একই সঙ্গে পৃথিবীর বিভিন্ন জিনিসপত্র নিয়ে খোঁজখবরও রাখলেন, তার সঙ্গে ভাষা শেখাটাও হয়ে গেল আর ভাষার কনটেক্সটটাও আপনি বুঝলেন। প্রতিটা বাক্য ইনডিপেনডেন্টলি শেখার চেয়ে কনটেক্সটসহ শিখলে সেটা মনে থাকতে পারে বেশি। নিউজপেপারে ভালো কনটেক্সটসহ ভাষা শেখার সুযোগ হয়।

চাকরি ও উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার ব্যবহার
উচ্চশিক্ষায় বা চাকরিতে অনেক ক্ষেত্রে মিডিয়াম অব ইন্সট্রাকশন বা মিডিয়াম অব ওয়ার্ক ইংরেজিতেই হয়। আপনি ইউনিভার্সিটিতে একটা প্রেজেন্টেশন দিতে চান বা একটা পেপার লিখতে চান, কিংবা পরীক্ষায় উত্তর লিখতে চান, আপনার সাবজেক্ট ইংরেজি না হলেও বেশির ভাগ ক্ষেত্রে সেটা ইংরেজিতেই লিখতে হয়। আমি যখন সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ পড়েছি, তখন আমাকে সেখানে বিভিন্ন যুদ্ধের অ্যানালাইসিস লিখতে হয়েছে, সেটা ইংরেজিতেই লিখতে হয়েছে। সেই ভাষাটি আমার সঠিকভাবে জানা না থাকলে, সে ক্ষেত্রে লেখা কঠিন হয়ে যায়। চাকরিজীবনে সেটা আরও বড় হয়, প্রপোজাল লিখতে হয়, ইমেইল লিখতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়—প্রত্যেকটা জায়গায় ইংরেজি প্রয়োজন হয়-ই। বিশ্ববিদ্যালয় ও চাকরিজীবনে এই ইংরেজি জানাটা ইম্প্রেশন ফ্যাক্টর হিসেবে কাজ করে। আত্মবিশ্বাসের সঙ্গে সাবলীলভাবে ইংরেজি বলা দেখলেই এই মানুষটি অ্যাকটিভ, এই মানুষটি কেইপেবল, এই মানুষটি কনপিটেন্ট—এমন ধারণা আসে।

সিনেমা দেখে ভাষা শেখা
বাংলাদেশে অনেককে দেখেছি হিন্দি সিনেমা দেখতে দেখতে হিন্দি ভাষাটাই পুরোপুরি শিখে ফেলেন। তারা হিন্দির প্রতিটা শব্দ, বাক্য বুঝতে পারেন এবং নিজেরা বলতেও পারেন। সেটা যদি হিন্দিতে সম্ভব হয়, ইংরেজিতে কেন সম্ভব নয়? এ ছাড়া শব্দগুলো তো একেবারে অপরিচিত না, স্কুল-কলেজে পড়া হচ্ছে আর সে ক্ষেত্রে দুইয়ের সঙ্গে দুই অর্থাৎ চার আপনি মিলাতেই পারেন। একটা সিনেমা দেখলে যেটা হয়, আপনি দুই-তিন ঘণ্টা ধরে জীবনের জটিল সব পরিস্থিতির অবতারণাগুলো সংলাপের মাধ্যমে দেখছেন, তাই সেখানে ভাষার শিক্ষাটা আরও সহজ হয়। আপনি ওই ভাষাটাকে কীভাবে সহজ পরিস্থিতি বা জটিল পরিস্থিতি, হাসির পরিস্থিতি, কান্নার পরিস্থিতিসহ—প্রত্যেকটা জায়গায় ভাষা কীভাবে কাজ করে, সেই শেখাটা হয়ে যায়। আমার কাছে মনে হয়, সিনেমা দেখাটা ভাষা শেখার ক্ষেত্রে ইফেক্টিভ একটা মেথড হতে পারে।

অনুলিখন: মো. আশিকুর রহমান

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত