Ajker Patrika

আজ চালু হচ্ছে ফেরি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৭: ২৮
আজ চালু হচ্ছে ফেরি

দীর্ঘ প্রতীক্ষার পর আজ বুধবার চালু হচ্ছে পিরোজপুরের মঠবাড়িয়া ও বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদীতে বড়মাছুয়া–রায়েন্দা ফেরি সার্ভিস। ফেরি চালুকে কেন্দ্র করে দুই উপজেলার কয়েক লাখ মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা।

মঠবাড়িয়ার বড়মাছুয়া এবং শরণখোলার রায়েন্দায় ফেরি চালুর ফলে সাগরকন্যা কুয়াকাটাসহ মঠবাড়িয়া, পাথরঘাটা, বামনা, বরগুনা, আমতলী, তালতলীসহ দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে খুলনার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। এ ছাড়া মৎস্যবন্দর পাথরঘাটার সঙ্গে খুলনা, বাগেরহাট ও মোংলার ব্যবসায়িক সুযোগ-সুবিধাও বাড়বে।

বড়মাছুয়া ও রায়েন্দার দুই পাড়ে ফেরির জন্য পন্টুন ও জেটি নির্মাণ শেষে এ মাসের শুরুর দিকে ফেরি ঘাটে এসে পৌঁছে। বুধবার সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ফেরির উদ্বোধন করা হবে।

মাছুয়া ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে এ ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন পিরোজপুর–৩ আসনের সাংসদ রুস্তম আলী ফরাজী।

জানা গেছে, বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগ শরণখোলার পাঁচরাস্তা থেকে রায়েন্দা ঘাট পর্যন্ত ৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে আধা কিলোমিটার মূল পাকা সড়ক ও দুই পাশে ৩ ফুট করে ফুটপাত নির্মাণ করে। অপর দিকে মঠবাড়িয়ার বড়মাছুয়া ঘাট সংলগ্ন অংশে ৮৩ লাখ টাকা ব্যয়ে ১৮ ফুট চওড়া আধা কিলোমিটার সড়ক ও পন্টুনের নির্মাণকাজ শেষ হয়েছে।

স্থানীয় সাংসদ রুস্তম আলী ফরাজি বলেন, ‘এ সেতুবন্ধনের জন্য দুই উপজেলার কয়েক লাখ মানুষ অনেক বছর ধরে অপেক্ষায় ছিলেন। এর ফলে দুই উপজেলার সাধারণ মানুষের দীর্ঘ দিনের দুর্ভোগ লাঘব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত