Ajker Patrika

বঙ্গবন্ধুর বায়োপিক যাচ্ছে কানে

আপডেট : ২৫ মার্চ ২০২২, ১০: ০৬
বঙ্গবন্ধুর বায়োপিক যাচ্ছে কানে

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটি নিয়ে কান চলচ্চিত্র উৎসবে যাবেন নির্মাতা শ্যাম বেনেগাল। আগামী মে মাসে সেখানেই আলোচিত এই সিনেমার টিজার মুক্তি দেওয়া হবে। মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটিকে সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল বিষয়টি নিশ্চিত করে জানান, বাণিজ্যিকভাবে বিপণনের উদ্দেশ্যেই সিনেমাটি নিয়ে যাওয়া হবে সেখানে।

শ্যাম বেনেগাল বলেন, ‘কানের পরিবেশকেরা এই সিনেমার প্রতি আগ্রহী হবেন বলে মনে করছি। কারণ এর প্রেক্ষাপট শক্তিশালী। আর এই মার্কেটে বহুলসংখ্যক প্রযোজক আসবেন। এটি বিশ্বের বৃহত্তম বাজার। তাই আমি আশাবাদী।’

সিনেমা তৈরির নেপথ্য প্রসঙ্গে শ্যাম বেনেগাল বলেন, ‘নির্মাণের প্রস্তাব পাওয়ার পরপরই আমি তা লুফে নিই। কারণ আমি বিশ্বাস করি যে বঙ্গবন্ধু আমাদের উপমহাদেশের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বদের একজন। আমরা যদি তাঁর রাজনৈতিক যাত্রা দেখি, গল্পটি সত্যিই অসাধারণ, খুব শক্তিশালী এবং একই সঙ্গে গভীরভাবে দুঃখজনকও।’

চলতি বছরই চলচ্চিত্রটি পর্দায় আসার কথা রয়েছে। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে সিনেমার প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত