Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খালে, চালক নিহত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৪: ১৯
ব্রাহ্মণপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খালে, চালক নিহত

ব্রাহ্মণপাড়ার বেড়াখলা গ্রামের ভাঙা সড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খালে পড়ে গেছে। এতে চালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে।

নিহত চালকের নাম মোহাম্মদ সবুজ (২৪)। তিনি দেবিদ্বার উপজেলার অষ্টগ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণপাড়া উপজেলায় ট্রাক্টরের চালক হিসেবে কাজ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার দুপুরে ট্রাক্টর নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর থেকে বেড়াখলা এলাকা দিয়ে যাচ্ছিলেন সবুজ। এ সময় এ এলাকার ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরসহ খালে পড়ে যান তিনি।

পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে। সে সময়েই চালক মারা গিয়েছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ট্রাক্টরচালক সবুজ গত বছর বিয়ে করেছেন। তাঁর স্ত্রী বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার বিষয়ে জেনেছি। নিহতের স্বজনেরা তাঁর লাশ ঘটনাস্থল থেকে নিয়ে গেছে। কারও পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত