Ajker Patrika

নৌকা-বিদ্রোহীর কর্মীর সংঘর্ষে ২২ জন আহত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬: ৫৪
নৌকা-বিদ্রোহীর কর্মীর   সংঘর্ষে ২২ জন আহত

নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী প্রচার ও ভোট প্রার্থনার সময় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার প্রেমতলী বাজারে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আরিফ রাঙ্গা বলেন, তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা। কর্মীদের নিয়ে প্রতিটি গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে প্রচার ও ভোট প্রার্থনা করছেন। গতকাল বেলা ১১টার দিকে তাঁর নারী কর্মীরা ঘোষগ্রাম হিন্দু পাড়ায় ভোট চাইতে যান। এ সময় নৌকার প্রার্থী আব্দুল খালেকের কর্মীরা বাধা দেন ও তাঁদের সেখান থেকে ফিরে দেন। খবর পেয়ে তিনিসহ তাঁর কর্মীদের নিয়ে প্রেমতলী বাজারে পৌঁছালে নৌকার কর্মীরা তাঁকে ও তাঁর কর্মীদের ওপর হামলা চালান। হামলায় তিনিসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ফজলে রাব্বি (৩৩), জাকারিয়া (২৬), মোয়াজ্জেম হোসেন (৩১), মেহেদি হাসান (২৩), বজলুর রশিদ (৪৬) ও মিজানুর রহমানসহ (৫০) সাতজনকে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাব্বিকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানতে চাইলে হামলার অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল খালেক বলেন, তাঁর কর্মীরা প্রেমতলী বাজারে ভোট চাইতে গেলে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আরিফ রাঙ্গা ও তাঁর প্রায় ৬০ থেকে ৭০ জন কর্মী তাঁদের মারধর করেন। এতে জুয়েলসহ তাঁর আটজন কর্মী আহত হয়েছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আকন্দ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন তিনি। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত