Ajker Patrika

ওয়ান শুটার গান ও গুলিসহ যুবক আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ৫৫
ওয়ান শুটার গান ও গুলিসহ যুবক আটক

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি শুটার গান ও এক রাউন্ড গুলিসহ আজম খাঁন পাভেল নামের এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত রোববার রাতে বাজিতপুর উপজেলার ফুলবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়। আটক হওয়া আজম খাঁন পাভেল বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের বাগপাড়া গ্রামের বাসিন্দা।

গতকাল সোমবার দুপুরে কিশোরগঞ্জ র‍্যাবের ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম শোভন খান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে শোভন খান আরও জানান, বাজিতপুর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করছে এবং সাধারণ মানুষকে ভয়ভীতির মাধ্যমে হয়রানি করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে রাত সাড়ে ১১টার দিকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ আজম খাঁন পাভেলকে আটক করা হয়। এপর বাজিতপুর থানায় অস্ত্র আইনে মামলা করার পর গতকাল সোমবার দুপুরে পাভেলকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত