Ajker Patrika

বলিউড ও হলিউডে আসছেন ধানুশ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১১: ৩৬
বলিউড ও হলিউডে আসছেন ধানুশ

বছরটা শেষ করছেন বলিউড ছবি দিয়ে। পরের বছরটা শুরু করবেন হলিউড ছবি দিয়ে। এই বছর মিলেছে জাতীয় পুরস্কারও। ধানুশের প্রাপ্তির ঝুলি দিনকে দিন বাড়ছেই।

ভারতের দক্ষিণী ছবির সুপারস্টার ধানুশ এখন বলিউডেও বিস্তার করছেন তাঁর রাজত্ব। ২০১৩ সালে নির্মাতা আনন্দ এল রাইয়ের ‘রাঞ্ঝানা’ ছবি দিয়ে বলিউডে অভিষেক তাঁর। বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনের সঙ্গে করেছেন ‘শামিতাভ’। আগামীকাল ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে তাঁর অভিনীত বলিউডের আরেক ছবি ‘আতরঙ্গি রে’। এই ছবিটিও পরিচালনা করেছেন আনন্দ এল রাই। এতে ধানুশের সঙ্গে কাজ করেছেন বলিউড তারকা অক্ষয় কুমার ও সারা আলি খান। সারার স্বামী বিষ্ণুর চরিত্রে অভিনয় করেছেন ধানুশ। মুক্তির আগে ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত তারকারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা বলেন, ‘আনন্দ স্যারের সঙ্গে ধানুশ স্যার আগেও কাজ করেছেন। তাই তাঁদের মধ্যে সম্পর্কটা খুবই ভালো। ধানুশ আমার কাছে প্রেরণা। তাঁকে দেখে আমি অনেক কিছু শিখেছি। ছবির শুটিংয়ের সময়ও আমাকে যেকোনো প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করেছেন।’

এ বছর দ্বিতীয়বারের মতো সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দক্ষিণী এই তারকা। ‘আসুরান’ ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয়ই এনে দিয়েছে এই পুরস্কার। এর আগে ২০১০ সালে ‘আধুকালাম’ ছবির জন্যও তাঁর হাতে উঠেছিল সেরা অভিনেতার জাতীয় পুরস্কার। আরও দুবার প্রযোজক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন ধানুশ। ২০১৪ সালে তাঁর প্রযোজিত ‘কাকা মুট্টি’ সেরা শিশুতোষ ছবি হিসেবে এবং পরের বছর সেরা তামিল ছবি হিসেবে ‘ভিসারানি’ জাতীয় পুরস্কার জেতে।

তামিল ছবির প্রযোজক ও পরিচালক কস্তুরি রাজার ছোট ছেলে ধানুশ। ক্যারিয়ারের ১৮ বছরে ৪৪টির বেশি ছবিতে দেখা দিয়েছেন তিনি। ৩৭ বছর বয়সী গুণী এই অভিনেতা সফল লেখক, প্রযোজক, পরিচালক, গীতিকার আর সংগীতশিল্পী হিসেবেও নাম কুড়িয়েছেন।

তামিল ইন্ডাস্ট্রির পর বলিউড, তারপর ধানুশ পা দিয়েছেন হলিউডেও। পরিচালক মার্জানে সাতরাপি পরিচালিত ‘দি এক্সট্রা অর্ডিনারি জার্নি অব দ্য ফকির’ ছবির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম কাজ করেছেন এই তামিল অভিনেতা।

‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’খ্যাত জুটি অ্যান্টনি ও জো রুশোর ছবি ‘দ্য গ্রে ম্যান’-এ দেখা যাবে ধানুশকে। নেটফ্লিক্সের আসন্ন বিগ বাজেট ছবিতে অভিনেতা ক্রিস ইভানস, রায়ান গসলিং ও আনা ডি আরমাসের মতো হলিউড সুপারস্টারদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। আগামী বছরের শুরুতেই নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা ছবিটির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত