Ajker Patrika

‘কৃষক সারথি বঙ্গবন্ধু’র মোড়ক উন্মোচন

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২১: ৩১
‘কৃষক সারথি বঙ্গবন্ধু’র মোড়ক উন্মোচন

ময়মনসিংহে আতিকুল ইসলাম জাকারিয়া গ্রন্থিত ‘কৃষক সারথি বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরীর ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।

এ সময় মেয়র ইকরামুল হক টিটু বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাঙালি জাতির স্বপ্ন বিনষ্ট করার চেষ্টা করেছিল একটি গোষ্ঠী। তাঁরা কৃষকদেরও নানা ভাবে নির্যাতন করেছে। নির্বিচারে কৃষক হত্যা করেছে। বঙ্গবন্ধুর কন্যা তাঁর পিতার স্বপ্নকে বাস্তবায়নের জন্য কৃষকদের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, কৃষক সারথি বঙ্গবন্ধু গ্রন্থের মাধ্যমে অনেকেই উপকৃত হবেন। এটি কৃষকের কল্যাণে আসবে। প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

গ্রন্থের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু সভাপতিত্ব করেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহ মো. আশরাফুল হক জর্জ, অধ্যাপক ড. মো. জাকির হোসেন, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাসার ভাষাণী, আসাদ উল্লাহ, স্বাধীন চৌধুরী ও গ্রন্থের রচয়িতা আতিকুল ইসলাম জাকারিয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত