Ajker Patrika

শোভা বাড়ল বাহারি ফুলে

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৫: ৫২
শোভা বাড়ল বাহারি ফুলে

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ অভ্যন্তরে গড়ে তোলা বঙ্গবন্ধু ম্যুরালের সামনের ফাঁকা জায়গা ভরে গেছে ফুলে। বিভিন্ন এলাকার সৌন্দর্যপিপাসু মানুষ রোজ এখানে আসেন এবং ছবি তোলেন।

আগে ওই স্থানে পুরোনো পরিত্যক্ত এক তলা বিশিষ্ট ভবনে সাব-রেজিস্ট্রি অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম চলত। ভবনের এক পাশে পতিত জায়গা পড়ে ছিল। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফীর প্রচেষ্টায় উপজেলা পরিষদ অভ্যন্তরে গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু ম্যুরাল ও মনোমুগ্ধকর পানি ফুয়ারা এবং ফুলবাগান।

উপজেলা পরিষদের প্রবেশদ্বারে ২০২০ সালে ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় উপজেলা পর্যায়ে প্রথম এবং সারা দেশের মধ্যে দ্বিতীয় সর্ব বৃহত্তম বঙ্গবন্ধু ম্যুরাল। উপজেলা প্রশাসনের উদ্যোগে এটি নির্মিত হয়। পরিত্যক্ত ভবন ভেঙে এবং ময়লা ও আবর্জনার ভাগাড় সরিয়ে সেখানে নির্মাণ করা হয় ২৫ ফুট উচ্চতার বঙ্গবন্ধু ম্যুরাল। নির্মাণ করা হয় পানির ফোয়ারা। গত বছরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীতে প্রধান অতিথি থেকে এটির উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। ওই সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি, তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা আকিদুল ইসলাম বলেন, ‘জায়গাটি দেখার মতো। যেখানে এক সময় কাজ ছাড়া কোনো লোকের সমাগম ছিল না। আমি এখন প্রায়ই এখানে কাজ ছাড়া আসি এবং ছবি তুলি।’

উপজেলার রাহাতপুর থেকে আগত আশরাফুল ইসলাম বলেন, ‘আমি ছেলেমেয়েদের নিয়ে প্রতি শুক্রবার এখানে আসি। আমাদের খুব ভালো লাগে। ছেলে মেয়েরাও আনন্দ উপভোগ করে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল বলেন, ‘বঙ্গবন্ধু ম্যুরালটি খুবই দৃষ্টিনন্দন। এটিকে ঘিরে সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ফুলগাছ লাগানো হয়। সব ফুলই ফুটে চত্বরটি এখন সত্যিই সুসজ্জিত হয়ে উঠেছে। বিশেষ করে পানির ফোয়ারা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত