Ajker Patrika

বিনা ভোটে আবারও ইউপি চেয়ারম্যান তাঁরা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২০: ০৮
বিনা ভোটে আবারও ইউপি চেয়ারম্যান তাঁরা

লক্ষ্মীপুরের রায়পুরে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন দুজন। তাঁরা হলেন উত্তর চরবংশী ইউপিতে আবুল হোসেন হাওলাদার এবং রায়পুর ইউপিতে সফিউল আযম সুমন চৌধুরী। তাঁরা দুজনই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। আগেরবারও তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

এদের মধ্যে সুমন চৌধুরীর সঙ্গে কেউ মনোনয়ন ফরম জমা না দেওয়ায় তিনিই একমাত্র প্রার্থী। অপরদিকে চরবংশীতে ইসলামী আন্দোলন নেতা মাহমুদুল ইসলাম তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। যে কারণে সেখানে একক প্রার্থী রয়েছেন আবুল হোসেন। ঘোষিত তফসিল অনুযায়ী এখানে ১১ নভেম্বর প্রত্যাহারের শেষ তারিখ। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ওই ইউপির দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা নুর মোহাম্মদ ও মো. শরীফ হোসেন। তাঁরা জানান, আর কোনো প্রার্থী না থাকায় বেসরকারিভাবে তাঁদের দুজনকে বিজয়ী ঘোষণার উদ্যোগ নেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা যায়, সুমন চৌধুরী লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এ আসনের সাংসদ অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের শ্যালক। তাঁর বাবা প্রয়াত শাহজাহান চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এক ফুপা আবু তাহের লক্ষ্মীপুর পৌরসভার মেয়র। অন্য ফুপা ইসমাইল খোকন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরদিকে আবুল হোসেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারের বড় ভাই।

ইসলামী আন্দোলনের নেতা মাহমুদুল ইসলাম বলেন, ‘আমি দলীয় সিদ্ধান্তে প্রার্থী হয়েছিলাম। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমার পক্ষে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব না হওয়ায় প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি স্বেচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত