Ajker Patrika

এবার মামলার মুখে মুরাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৯: ০৮
এবার মামলার মুখে মুরাদ

নারীদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন মুরাদ হাসান। অব্যাহতি পেয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন পদ থেকে। তাঁর সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। ছাত্রলীগের নারীনেত্রীদের নিয়ে কটূক্তি করায় শাহবাগ থানায় যে অভিযোগ পড়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। একটি সূত্র বলছে, ডিজিটাল নিরাপত্তা আইনে মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া আরও বেশ কয়েকটি মামলার আসামি হতে যাচ্ছেন সাবেক এই প্রতিমন্ত্রী।

মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদারের অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার গতকাল বুধবার আজকের পত্রিকাকে বলেন, আবেদনটি ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে গোয়েন্দা পুলিশের সাইবার অপরাধ বিভাগে পাঠানো হবে। তারা সুপারিশ করলে এটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাচ্ছিল্য এবং রোকেয়া ও শামসুন নাহার হলের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানহানি হয়েছে জানিয়ে মুরাদের বিরুদ্ধে গত মঙ্গলবার শাহবাগ থানায় মামলার আবেদন করেছিলেন সিজার।

একটি সূত্র জানিয়েছে, বিভিন্নজনের সঙ্গে মুরাদের অশ্লীল কথোপকথনের একের পর এক অডিও-ভিডিও প্রকাশ্যে আসায় ভুক্তভোগীদের কেউ কেউ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নারীনেত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সংক্ষুব্ধ অনেকে মুরাদের নামে মামলা করতে যাচ্ছেন।

এদিকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতির পর গতকাল সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যের পদ থেকেও মুরাদকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে তাঁকে দল থেকে বহিষ্কার করা হতে পারে বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন। একটি সূত্র বলছে, আবদুল লতিফ সিদ্দিকীর মতো মুরাদ হাসানকেও সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করতে হবে এবং আওয়ামী লীগও তাই চাইছে।

এদিকে মুরাদের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে রিট করেছেন ৷ সেখানে মুরাদ হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। এ ছাড়া তাঁর আসন শূন্য ঘোষণা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। এর পাশাপাশি মুরাদের সাম্প্রতিক কর্মকাণ্ড ও টেলিফোন সংলাপ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়েছে আবেদনে। আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে ইউনুছ আলী জানিয়েছেন।

মুরাদ হাসানের সংসদ সদস্য পদ থাকবে কি না, এমন প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘ওনার বহিষ্কারের বিষয়ে জেলা থেকে কেন্দ্রে সুপারিশ আসলে এই পদক্ষেপের বিষয়ে জানা যাবে। তবে তাঁর কর্মকাণ্ডে আমি গভীরভাবে ক্ষুব্ধ। শুধু সংসদ সদস্য নয়, কোনো বিবেকবান মানুষ এটা করতে পারে না।’

মুরাদ হাসানের অশ্লীল কথাবার্তার অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব গতকাল আদালতকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মুরাদ হাসানের অশ্লীল-কুরুচিপূর্ণ বক্তব্যের ৩৮৭টি লিংক চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ফেসবুকে ২৭২টি ও ১১৫টি ইউটিউবে। এসব লিংক অপসারণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ করেছে বিটিআরসি। চিহ্নিত লিংকের মধ্যে ফেসবুকের ১৫টি ও ইউটিউব ২টি অপসারণ করা করেছে।

পদত্যাগপত্র গৃহীত হওয়ায় গতকাল নব সাজে সজ্জিত কক্ষের সামনে থেকে মুরাদ হাসানের নামফলক সরিয়ে ফেলা হয়েছে। এদিকে নিজের ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছেন মুরাদ। তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমি যে ভুল করেছি তা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন। আপনি যে সিদ্ধান্ত দেবেন তা আমি সব সময়ই মাথা পেতে নেব আমার বাবার মতো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত