Ajker Patrika

থানচিতে পাথর ভাঙার মেশিন ধ্বংস

থানচি (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ১৮
থানচিতে পাথর ভাঙার মেশিন ধ্বংস

বান্দরবানে থানচিতে অভিযান চালিয়ে পাথর ভাঙার সরঞ্জাম আগুনে পুড়িয়ে দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে বিপুল পরিমাণ ভাঙা ও বোল্ডার পাথর জব্দ করা হয়েছে। গোপন সংবাদে ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে উপজেলার বলিপাড়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডে মেনরোয়া ম্রো ও হৈতং খুমীপাড়া পর্যটন কেন্দ্রের শিলাঝিরি এলাকায় ওই অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) ভূমি রাহুল চন্দ এই অভিযান চালান।

জানা গেছে, গত বছর একই সময়ের ৩টি পাথর ভাঙা মেশিন পুড়িয়ে দিয়ে ছিল প্রশাসন। সে সময় বিপুল পরিমাণ পাথর জব্দ করে ৩৬১ নম্বর থাইক্ষ্য মৌজা হেডম্যান ও আওয়ামী লীগ নেতা মংপ্রু মারমা জিম্মায় রাখা হয়ে ছিল। তবে পাথর খেকোরা প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সুবাদে চলতি বছরে জানুয়ারি থেকে মেনরোয়া পাড়ায় পর্যটন কেন্দ্র শিলা ঝিরি খুঁড়ে পাথর তুলে ভাঙা শুরু করেন। আওয়ামী লীগের নেতা ইসলাম, যুবলীগের নেতা ও ওয়ার্ড সদস্য উচনু মারমা এর সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্র জানা গেছে।

হেডম্যান মংপ্রু জানান, ‘গত বছরে জব্দ করা পাথর অস্থানে পাচার করে দিয়েছে প্রভাবশালীরা। এ বছরও লাখ লাখ ঘনফুট পাথর উত্তোলন শুরু করলে প্রশাসনকে জানাতে বাধ্য হয়েছি।’

সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘জব্দ সব পাথর হেডম্যান মংপ্রু মারমা জিম্মায় রেখেছি, হারিয়ে গেলে তিনি দায়ী হবেন। আগামী বর্ষায় পাথরগুলো শিলাঝিরিতে ফেলা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত