Ajker Patrika

পথেই মৃত্যু ইজিবাইক চালকের

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২০: ০০
পথেই মৃত্যু ইজিবাইক চালকের

নীলফামারীর সৈয়দপুরে ওহেদুল ইসলাম (৪৫) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে বিপণিবিতান শিল্প সাহিত্য সংসদের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওহেদুল ইসলাম শহরের ইসলাম বাগ এলাকার সামাদ ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ওহেদুল জাবেদ হোসেন নামের একজনের গ্যারেজ থেকে ভাড়ায় ইজিবাইক চালান। শনিবার সকালে ১০টার দিকে গ্যারেজ থেকে ইজিবাইক নিয়ে বের হন। পরে ওই বিপণিবিতানের সামনে অটোবাইক থেকে রাস্তায় পড়ে ছটফট শুরু করেন। পথচারীরা তাঁকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতাল নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ইজিবাইকটি পুলিশ হেফাজতে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত