Ajker Patrika

নান্দাইলে নৌকার কার্যালয় ভাঙচুর

নান্দাইল প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৪: ৫০
নান্দাইলে নৌকার কার্যালয় ভাঙচুর

নান্দাইলের গাংগাইল ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ আশরাফুজ্জামান খোকনের নির্বাচনী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ৩টার দিকে ইউনিয়নের গয়েশপুর গ্রামের ঠাকুর বাড়ি সংলগ্ন কার্যালয়ে এই ঘটনা ঘটে। দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা এতে জড়িত বলে আওয়ামী লীগের স্থানীয় নেতারা অভিযোগ করেছেন।

ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক অভিযোগ করে বলেন, ইউপির স্বতন্ত্র প্রার্থী ঘটনার দিন রাত ১টা পর্যন্ত পাশেই আরেকটি কার্যালয়ে অবস্থান করেছিলেন। পরে হামলায় কার্যালয়ের সামনে বানানো নৌকায় আগুন লাগিয়ে পোড়ানো হয়েছে। কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।

গাংগাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পিয়ারু অভিযোগ করে বলেন, ‘নৌকার প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান নয়নের সমর্থকেরা হামলা ও অগ্নিসংযোগ করেন।’

তবে অভিযোগের ব্যাপারে আওয়ামী লীগে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান নয়নের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফখরুজ্জামানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।

আগামী ৫ জানুয়ারি নান্দাইলের ১১ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রচারে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত