Ajker Patrika

সৈয়দপুরে বরেন্দ্র সেচের ট্রান্সফরমার চুরি

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৩: ৩২
সৈয়দপুরে বরেন্দ্র সেচের  ট্রান্সফরমার চুরি

নীলফামারীর সৈয়দপুরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্পের ১০ কেভির তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি গেছে। গত বুধবার গভীর রাতে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়া (দোলাপাড়া) এলাকা থেকে ট্রান্সফরমারগুলো চুরি যায়। চুরি যাওয়া ট্রান্সফরমারের আনুমানিক মূল্য দেড় লাখ টাকার বেশি বলে জানা গেছে।

উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি যাওয়া সত্যতা নিশ্চিত করেছেন।

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের লক্ষণপুর বালাপাড়া সেচ প্রকল্পের ব্যবস্থাপক মো. হামিদুল হক মণ্ডল জানান, চোর রাত পৌনে একটা থেকে ভোর চারটার মধ্যে বৈদ্যুতিক খুঁটিতে থাকা ১০ কেভির ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনাটি সৈয়দপুর থানা ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবগত করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ট্রান্সফরমার তিনটি চুরি যাওয়ায় ইরি-বোরো সেচ কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হবে।

সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খায়রুল আনাম আজকের পত্রিকাকে জানান, এ বিষয়ে এখনো কেউ কিছুই জানাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত