Ajker Patrika

কয়লার ব্যবহার বন্ধে চুক্তি সই

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১১: ১৮
কয়লার ব্যবহার বন্ধে চুক্তি সই

আগের দিন ‘জলবায়ু তহবিল’সহ আর্থিক বিভিন্ন দিক নিয়ে আলোচনার পর জলবায়ু সম্মেলন বা কপ২৬ এর পঞ্চম দিন গতকাল বৃহস্পতিবার প্রধানত জ্বালানি নিয়ে আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের জন্য গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে কার্বন ডাই-অক্সাইড সবচেয়ে বেশি দায়ী। আর কয়লা কার্বনের বৃহত্তম উৎস। তাই কয়লার ব্যবহার বন্ধ করতে ৪০টির বেশি দেশ এবং প্রায় ১৫০টি সংগঠন ও কোম্পানি গতকাল একটি চুক্তি করেছে। পরবর্তী আরও দেশ ও প্রতিষ্ঠানের এতে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিবিসি জানায়, দুইটা পর্যায়ে কয়লার ব্যবহার বা কয়লা প্রকল্পে দেশে বা বিদেশে বিনিয়োগ বন্ধ করতে সম্মত হয়েছে স্বাক্ষরকারী পক্ষগুলো। ধনী দেশগুলো ২০৩০ সালের মধ্যে তা বাস্তবায়ন করবে। আর গরিব দেশগুলো আরও ১০ বছর পর ২০৪০ সালে কয়লার ব্যবহার বন্ধ করবে বলে আশা করা হচ্ছে।

কপ২৬ এর ‘দ্য পাওয়ারিং পাস্ট কোল অ্যালায়েন্স’ নামের একটি মঞ্চ উল্লিখিত দেশ ও কোম্পানিগুলোর বাইরে নতুন ২৮টি দেশ ও কোম্পানিকে বিভিন্ন মেয়াদে কয়লার ব্যবহার বন্ধ করতে রাজি করিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পোল্যান্ড, ভিয়েতনাম এবং চিলিসহ কয়েকটি দেশ কয়লার ব্যবহার বন্ধ করতে সম্মত হলেও অস্ট্রেলিয়া, চীন, যুক্তরাষ্ট্র বা ভারতের মতো শীর্ষ কয়লা ব্যবহারকারীরা এই চুক্তিতে নেই। তবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বহুজাতিক সিটি এবং এইচএসবিসি ব্যাংকসহ প্রায় ১৫০টি প্রতিষ্ঠান ও সংগঠন কয়লাসংশ্লিষ্ট প্রকল্পে ধীরে ধীরে বিনিয়োগ কমাতে সম্মত হয়েছে।

কয়লা চুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্রিটিশ বাণিজ্য ও জ্বালানি মন্ত্রী কোয়াসি কোয়ার্টেং। বিশ্ব সঠিক পথে রয়েছে এবং কয়লার ব্যবহার বন্ধ দৃশ্যমান হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে ‘কয়লাকে জাদুঘরে পাঠানো হচ্ছে’ বলে মন্তব্য করেছেন কপ২৬ এর প্রেসিডেন্ট অলোক শর্মা।

কিন্তু অল্প কটি দেশের কয়লা বন্ধের চুক্তি নিয়ে হতাশা প্রকাশ করেছেন পরিবেশ বিষয়ক এনজিও ‘গ্রিনপিস’ কর্মকর্তা জুয়ান পাবলো ওসোর্নিও। তিনি বলেনে, ‘চলতি শতাব্দীতে উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে আটকে রাখতে সব ধরনের জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে বড় উদ্যোগ দরকার।’ প্রসঙ্গত, ২০১৯ সালে বিশ্বের প্রায় ৩৭% বিদ্যুৎ এসেছে কয়লা থেকে।

তেল-গ্যাসের ব্যবহার বন্ধ করতে যুক্তরাজ্য এখনো চেষ্টা করছে। “বিয়ন্ড ওয়েল অ্যান্ড গ্যাস অ্যালায়েন্স” নামের জোটটিতে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯টি দেশ যোগ দিয়েছে। এতে আরও দেশ ও সংগঠন যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। তবে কবের মধ্যে তারা এসব জ্বালানির ব্যবহার বন্ধ করতে চায় তা জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত