Ajker Patrika

পরীক্ষার খাতা কেমন হওয়া উচিত

মুহাম্মদ শাহীন আল মামুন
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১১: ৪৩
পরীক্ষার খাতা কেমন হওয়া উচিত

পরীক্ষার খাতার সৌন্দর্য রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে একজন আদর্শ ছাত্রের গুণাগুণ ফুটে ওঠে। ভালো ছাপা, শক্ত বাঁধাই আর সুন্দর প্রচ্ছদে মোড়ানো একটি বই যেমন সবাইকে মুগ্ধ করে, তেমনি একজন পরীক্ষকের মনটাও আনন্দে ভরে যায় একটি সুন্দর ঝকঝকে হাতের লেখার খাতা পেলে। তাঁরা তখন মনে মনে ধরেই নেন, শিক্ষার্থীটি খুব মেধাবী এবং ভালো ছাত্র। আর তাই পরীক্ষার খাতা হওয়া উচিত একদম ঝকঝকে সুন্দর, পরিচ্ছন্ন। এ জন্য যে খুব বেশি পরিশ্রম করতে হবে তা কিন্তু নয়। মাত্র ৫-১০ মিনিট সময় খাতার পেছনে ব্যয় করলে পরীক্ষার খাতাটি হয়ে উঠতে পারে একজন পরীক্ষকের মন ভালো করে উদার নম্বর প্রাপ্তির এক মহা অস্ত্র।

ধাপ-১: পরীক্ষার হলে খাতা পাওয়ার পর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, কেন্দ্রের নাম ইত্যাদি ঘষামাজা, কাটাকাটিহীন স্পষ্টভাবে লিখতে হবে। সেই সঙ্গে সঠিক বৃত্তগুলো ভরাট করতে হবে। 

ধাপ-২: তিন সেন্টিমিটার চওড়া একটি স্বচ্ছ প্লাস্টিকের স্কেল দিয়ে খাতার মার্জিন টানতে হবে। উত্তরপত্রের বামদিকে স্কেল রেখে পেনসিল দিয়ে লম্বালম্বি এবং আড়াআড়িভাবে এই মার্জিন বা লাইন টানতে হবে। পেনসিল হিসেবে HB, 2B, 3B নম্বরের পেনসিল ব্যবহার করা যায়। অনেকে সিগনেচার পেন দিয়ে লাইন টানে। তবে সিগনেচার পেন দিয়ে লাইন টানতে চাইলে অবশ্যই হালকা রং ব্যবহার করতে হবে। 

ধাপ-৩: উত্তর লেখার আগে খাতার মাঝ বরাবর...নম্বর প্রশ্নের উত্তর লিখে নিচে লেখা বরাবর দুটো চিকন লাইন টানা যেতে পারে। প্রায় সোয়া এক ইঞ্চির মতো ফাঁকা রেখে বামদিক থেকে লেখা শুরু করতে হবে।

ধাপ-৪: উত্তর লেখা শুরু করার আগে প্রশ্ন অনুযায়ী, নিজের জানা উত্তর যাচাই করে নেওয়া ভালো। এরপর ধারাবাহিকভাবে লেখা শুরু করলে লেখায় মনোযোগ থাকে এবং লেখা সুন্দর হয়। 

ধাপ-৫: উত্তর খিলতে হবে প্রশ্ন বুঝে। জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লেখার সময় প্রশ্ন অনুযায়ী আসল কথাগুলো সুস্পষ্টভাবে লিখতে হবে। আর প্রয়োগ, উচ্চতার দক্ষতাজাতীয় প্রশ্নের উত্তর লেখার জন্য উদ্দীপক ভালোভাবে পড়ে নিয়ে সেই অনুযায়ী নিজের চিন্তার আলোকে বিষয়টি ব্যাখ্যা, বিশ্লেষণ করতে হবে।

ধাপ-৬: একটি উত্তর লেখা শেষ হলে পরবর্তী উত্তর লেখার জন্য মাঝে দুই ইঞ্চি ফাঁকা রেখে লেখা শুরু করতে হবে। 

ধাপ-৭: পরীক্ষার খাতায় কোনো ছবি আঁকতে হলে ছবিটি পেনসিলে এঁকে সিগনেচার পেন দিয়ে বক্সে ঘেরাও করে দেখানো যেতে পারে। কিসের ছবি আঁকা হলো, নিচে তার নামটিও লিখতে হবে স্পষ্ট অক্ষরে। 

ধাপ-৮: খুব বেশি ছোট কিংবা অনেক বড় সাইজ অক্ষরের হাতের লেখা নয়। হাতের লেখার অক্ষরের সাইজ হবে মাঝারি। এক লাইন থেকে অন্য লাইনের মাঝে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখতে হবে। একটি পৃষ্ঠায় কমপক্ষে যৌক্তিক সংখ্যক লাইন লিখতে হবে (কমপক্ষে ১৬ লাইন)। কোনো শব্দ বা লাইন যদি ভুল হয়, তবে তা কাটাকাটি, ঘষাঘষি না করে এক টানে কাটতে হবে।

আশা করি, পরীক্ষার খাতার ক্ষেত্রে উল্লিখিত বিষয়গুলো অনুধাবন করে, সেই অনুযায়ী খাতার প্রতি, লেখার প্রতি যত্নবান হলে ফলাফলের ক্ষেত্রে কাঙ্ক্ষিত মান অর্জিত হবেই।

লেখক: মুহাম্মদ শাহীন আল মামুন, সিনিয়র শিক্ষক, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত