Ajker Patrika

ভেজাল গুড় তৈরি, একজনের জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৭: ২৫
ভেজাল গুড় তৈরি, একজনের জরিমানা

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে একজনের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে তিনিসহ কোম্পানির উপ-অধিনায়ক মো. রফিকুল ইসলাম ও নাটোর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সামসুল আলম মোহরকয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন।

ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও খাদ্যদ্রব্যে ক্ষতিকর উপাদান (ক্ষতিকর কেমিক্যাল) মিশ্রণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মো. বাবুল হোসেনের স্ত্রী মোছা. আনোয়ারা বেগমকে (৪০) এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ২১ হাজার কেজি ভেজাল গুড়, এক হাজার কেজি লালি গুড়, দেড় হাজার কেজি চিনি, ২০ কেজি ডালডা ও ৩০ কেজি ফিটকিরি জব্দ করা হয়। জব্দ করা চিনি আদালতের আদেশে নিলামে ৮৪ হাজার টাকায় বিক্রি এবং অবশিষ্ট আলামত ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ধ্বংস করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত