Ajker Patrika

বাংলাদেশ গেল নতুন শুরুর লক্ষ্য নিয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১১: ৪৭
বাংলাদেশ গেল নতুন শুরুর লক্ষ্য নিয়ে

এশিয়া কাপে এমনিতে তেমন বড় লক্ষ্য নেই বাংলাদেশ দলের। টি-টোয়েন্টিতে সময়টা যে বেশ খারাপই যাচ্ছে। এমন সময়েই সব আবার নতুন করে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে গুছিয়ে নেওয়ার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের কাঁধে। নতুন কোচ, নতুন অধিনায়কের বাংলাদেশ নতুন এক শুরুর লক্ষ্য নিয়ে গতকাল আরব আমিরাতে গিয়েছে।

সাকিব-মুশফিকদের দেখতে বিমানবন্দরে মানুষের উপচে পড়া ভিড় নতুন কিছু নয়। গতকালও ব্যতিক্রম কিছু হয়নি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স যত হতশ্রীই হোক, প্রিয় তারকাকে হাতছোঁয়া দূরত্ব থেকে দেখার এই সুযোগ আগ্রহী ভক্ত-সমর্থকেরা হাতছাড়া করতে চাননি। যদিও সাকিবের দেখা পেলেন না কেউ-ই। বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে সবার অগোচরেই ভেতরে চলে যান তিনি। কোচিং স্টাফসহ দলের বাকি সদস্যরা অবশ্য উপস্থিত সংবাদকর্মী-দর্শকদের বিদায় জানিয়ে ভেতরে যান। অ্যালান ডোনাল্ড তো এত উৎসুক জনতা দেখে নিজেই ভিডিও করতে শুরু করলেন।  

গতকাল দলের সঙ্গে যেতে পারেননি এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ। আরব আমিরাতের ভিসা আসতে দেরি হওয়ায় এ দুজনের আজ দুবাই যাওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত। যাত্রা পথে তাঁদের সঙ্গে থাকবেন একজন সাপোর্ট স্টাফও। ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের সফর শেষে আর দেশে ফেরেননি শেষ মুহূর্তে দলে ডাক পাওয়া মোহাম্মদ নাঈম। সেন্ট লুসিয়ায় সিরিজ শেষে দুবাইয়ে আছেন এই বাঁহাতি ওপেনার। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন বাঁহাতি ওপেনার। নাঈম না ফিরলেও দেশে ফিরেই দলের সঙ্গে গতকাল দুবাই গেছেন সাব্বির রহমান। বিমানবন্দরে বেশ হাস্যোজ্জ্বলই দেখা গেল লোয়ার মিডল অর্ডার এই ব্যাটারকে।

এশিয়া কাপের আগে ওয়েস্ট ইন্ডিজে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন সাব্বির। ৩০ আগস্ট শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের যাত্রা শুরু হবে। এই ম্যাচ খেলার সুযোগ পেলে তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে সাব্বিরের। টি-টোয়েন্টি সংস্করণে তিনি নিজের শেষ ম্যাচটাও খেলেছিলেন আফগানদের বিপক্ষে। সাব্বিরের দলে ফেরার ব্যাখ্যায় পারফরম্যান্সের চেয়ে  অধিনায়ক সাকিবের চাওয়াটা সামনে এসেছে। অধিনায়ক আর দলকে আস্থার প্রতিদান দেওয়াই হবে তাঁর চ্যালেঞ্জ।

   যে সুযোগ পায়, সবারই লক্ষ্য থাকে ভালো ক্রিকেট খেলার। দলকে ভালো কিছু উপহার দেওয়ার।

   নাসুম আহমেদ, স্পিনার, বাংলাদেশ দল

সংযুক্ত আরব আমিরাতেই ওয়ানডে সংস্করণের সর্বশেষ এশিয়া কাপে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবার গ্রুপ পর্ব পেরিয়ে ‘সুপার ফোরে’ ওঠাই বিশাল চ্যালেঞ্জ বাংলাদেশ দলের। এই মেয়াদে অধিনায়ক হিসেবে সাকিবের এটাই প্রথম ‘অ্যাসাইনমেন্ট’। দলের ওপর প্রত্যাশার চাপ না বাড়িয়ে ধারাবাহিক ভালো করার লক্ষ্য সাকিবের। বাংলাদেশ এগোতে চায় ম্যাচ ধরে ধরে। অধিনায়কের মতো  একই সুর নাসুম আহমেদের কণ্ঠেও। দলের লক্ষ্য নিয়ে গতকাল মিরপুরে এই বাঁহাতি স্পিনার বলেছেন, ‘আসলে এসব নিয়ে এখন চিন্তা করছি না। প্রথম ম্যাচ ভালো খেলে তারপর দ্বিতীয় ম্যাচ...এরপর দেখা যাবে। পরেরটা নিয়ে এখনই চিন্তা করছি না।’

দল বিশেষ করে বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ অংশ নাসুম। সর্বশেষ জিম্বাবুয়ে সফরটা যদিও প্রত্যাশানুযায়ী ভালো হয়নি তাঁর। তবে এশিয়া কাপের মতো বড় মঞ্চে সুযোগ পেলে দারুণ কিছুই উপহার দিতে চান, ‘যে সুযোগ পায়, সবারই লক্ষ্য থাকে ভালো ক্রিকেট খেলার। দলকে ভালো কিছু উপহার দেওয়ার। সুযোগ পেলে আমিও ভালো কিছু করার চেষ্টা করব।’ কাজটা যে কঠিন, সেটা অবশ্য অজানা নয় নাসুমের। মরুর দেশে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি তো সামনে থেকেই দেখেছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত