Ajker Patrika

হোমনার ৯ ইউপিতে কাল ভোট

হোমনা প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৫: ০৬
হোমনার ৯ ইউপিতে কাল ভোট

হোমনা উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামীকাল রোববার ভোটগ্রহণ করা হবে। ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, ‘ভোটাররা যেন তাঁদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ‘প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন। কে কোন দলের সেটা দেখার বিষয় নয়। আমাদের কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।’

উপজেলার ৯ ইউপিতে ৪২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪২ জন, সাধারণ সদস্য পদে ২৯৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮৯ প্রার্থী লড়ছেন।

এদিকে নিলখী ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জালাল উদ্দিন এবং ভাষানিয়ায় ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে মাফিয়া বেগম বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত