Ajker Patrika

বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭: ৩৭
বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা

কুষ্টিয়ার কুমারখালীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২১ উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরাসহ এলাকার বীর মুক্তিযোদ্ধারা। সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বিতান কুমার মণ্ডল বলেন, ‘করোনার কারণে গতবার সংক্ষিপ্ত পরিসরে বিজয় দিবস পালিত হয়েছিল। এবার বর্ণাঢ্য আয়োজনে ও যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত